ডি. লিট সম্মান পেলেন বুদ্ধদেব গুহ

< 1 - মিনিট |

‘জঙ্গলমহল’ তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। তারপর বহু উপন্যাস ও গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর সৃষ্ট ঋজুদা নামের গোয়েন্দা চরিত্রটি কিশোর সাহিত্যে তুমুল জনপ্রিয়

কে আর সি টাইমস ডেস্ক

বাঙালি যুবক যুবতীর কাছে কোয়েলের কাছে,একটু উষ্ণতার জন্যে, বাবলি, হলুদ বসন্ত, কোজাগরের মতো উপন্যাসগুলো আজও জীবন্ত। আর এই উপন্যাস গুলোর সৃষ্টিকর্তা সাহিত্যিক বুদ্ধদেব গুহ।তাই আজ সোমবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি ডি লিট সন্মানে সন্মানিত করলেন বুদ্ধদেব গুহকে। দীর্ঘ ৬০ বছরের সাহিত্যজীবন সহিত্যিক বুদ্ধদেব গুহর। ‘জঙ্গলমহল’ তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। তারপর বহু উপন্যাস ও গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর সৃষ্ট ঋজুদা নামের গোয়েন্দা চরিত্রটি কিশোর সাহিত্যে তুমুল জনপ্রিয়।তবে,আজওএই সহিত্যিকের লেখা বইয়ের পাতায় মুখ গুজে বিভোর হয়ে থাকে কত কিশোর-কিশোরীরা। কিন্তু কখনও জোটেনি কোনও সরকারি  স্বীকৃতি।তাই এবার তাঁকে ডিলিট সম্মানে ভূষিত করলো টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ।এদিন ডিলিট সন্মান পেয়ে সহিত্যিক বলেন,’খুবই খুশি আজ আমি এই সন্মান পেয়ে।রাজ্যপালের কাছ থেকে এই পুরস্কার পেয়ে আরও খুশি লাগছে।তবে,আমার সবথেকে বড়ো পুরস্কার আমার পাঠকই’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news