টানা দশ বছর পর ফের খুলে গেলো রাজ্য সঙ্গীত আকাদেমির গ্রন্থাগার
২০০৯ এর পর আবার ২০১৯| টানা দশ বছর পর ফের খুলে গেলো রাজ্য সঙ্গীত আকাদেমির গ্রন্থাগার| আজ মঙ্গলবার গায়িকা হৈমন্তী শুক্লার হাত ধরে ফের জনগনের জন্য খুলে গেলো রাজ্য সঙ্গীত আকাদেমির গ্রন্থাগার |
রাজ্য সঙ্গীত আকাদেমির গ্রন্থাগারের আজ ৩৭তম প্রতিষ্ঠাদিবস|তাই, প্রতিষ্ঠাদিবসের দিনই খোলা হলো বহু বছরের বন্ধ পরে থাকা গ্রন্থাগার| টানা দশ বছর ধরে গ্রন্থাগার মেরামতের অভাবে, লাইব্রেয়িয়ান না থাকার কারণে বন্ধ ছিল সঙ্গীত আকাদেমির গ্রন্থাগার| তবে, বহু বাঁধা কাটিয়ে ফের খুলে গেল সঙ্গীত আকাদেমির গ্রন্থাগার| সপ্তাহে দু দিন করে পাঠকরা যেতে পারবেন এই গ্রন্থাগারে| তবে, কোন কোন দিন তা এখনই সিদ্ধান্ত নিতে পারেননি গ্রন্থাগার কর্তৃপক্ষ|গ্রন্থাগার খোলার পাশাপাশি আয়োজন হল সঙ্গীত প্রতিযোগিতাও|