‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন হবে ২০ জুন

< 1 - মিনিট |

এ বছর জাতীয়তাবাদী বিভিন্ন গোষ্ঠী ওই দিন পালন করবে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস। এই প্রথম পশ্চিমবঙ্গে বড় করে দিনটি পালনের চেষ্টা হচ্ছে

কে আর সি টাইমস ডেস্ক

 “ওরা ভারত ভাগ করেছে। আমি পাকিস্থানকে টুকড়ো করলাম।“ এ কথা বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ১৯৪৭-এর ২০ জুন ভাগ হয়েছিল দুই বাংলা। এ বছর জাতীয়তাবাদী বিভিন্ন গোষ্ঠী ওই দিন পালন করবে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস। এই প্রথম পশ্চিমবঙ্গে বড় করে দিনটি পালনের চেষ্টা হচ্ছে। 

ওই দিন ‘পশ্চিমবঙ্গের জন্য’ নামে একটি সংগঠনের তরফে এপিসি রোডের রামমোহন লাইব্রেরি হলে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করা হবে। এতে বক্তৃতা দেবেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়, শ্যামাপ্রসাদ রিসার্চ সেন্টারের ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়, আরএসএস-এর শীর্ষ নেতা ডঃ জিষ্ণু বসু, এবারের লোকসভা নির্বাচনে বিজেপি-র অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থী তথা সাংবাদিক-সম্পাদক রন্তিদেব সেনগুপ্ত, প্রাক্তন উপাচার্য ডঃ অচিন্ত্য বিশ্বাস। আলোচনার সংযোজনায় থাকছেন অধ্যাপক ডঃ মোহিত রায়। 

মোহিতবাবু জানান, পশ্চিমবঙ্গ দিবস ২০শে জুন, এবার অনেক স্থানে বিভিন্ন দিনে পালিত হবে‌। এগুলোর মধ্যে আছে ১- বেহালা – ১৫/৬ – উদ্বাস্তু সেল আয়োজিত, ২. পার্টি অফিস – ২০/৬ – উদ্বাস্তু সেল, ৩. উত্তর কলকাতা – ২০/৬ – হিন্দু সংহতি, ৪. সোদপুর – ২০/৬ – জাতির কথা, ৫. মধ্য কলকাতা – ২২/৬ – পশ্চিমবঙ্গের জন্য, ৬. বেঙ্গালুরু – ২২/৬ – সেকেন্ড বেঙ্গল, ৭. সোনারপুর – ২৩/৬ – বিশে জুন কমিটি, ৮. ব্যারাকপুর – ২৬/৬ – উদ্বাস্তু সেল, ৯. বাঘাযতীন – ১৯/৬ উদ্বাস্তু সেল, ১০. কালিকাপুর, পূর্ব যাদবপুর মণ্ডল, বিজেপি- ১২/৬।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news