মনের ইচ্ছাশক্তি কে হাতিয়ার করে অনায়াসে অসাধ্য সাধন করা যায়
শিলচর প্রতিনিধি – প্রতিবন্ধী শিল্প মননের প্রতিবন্ধকতা হয়ে ওঠে না। মনের ইচ্ছাশক্তি কে হাতিয়ার করে অনায়াসে অসাধ্য সাধন করা যায়। এরকম এক উদাহরণ হলেন প্রতিবন্ধী মৃৎ শিল্পী বিপ্লব আচার্য্য। বাল্যকালে টাইফয়েডে দুটো পা অসাড়। চলাফেরা করতে দুদিকেই ক্রাচ ব্যবহার করতে হয়। ঠিক ভাবে দাড়াতে পারেন না।
কিন্তু অনায়াসে শিল্প নৈপুণ্যে গত কয়েক বছর ধরেই গড়ে তুলছেন হাজার হাজার প্রতিমা। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান করোনা থেকেও ভয়ানক ক্ষতি করেছে বন্যা। ভাসিয়ে নিয়ে গেছে প্রতিমা তৈরীর সামগ্রী। এছাড়া প্রতিমা তৈরীর সামগ্রীর দাম বাড়লেও উপযুক্ত প্রতিমার মূল্য পাওয়া যাচ্ছে না। সরকারি সাহায্য বলতে করোনার সময় প্রাক্তন বিধায়ক দিলীপ পাল শুধু মাত্র একবার সাহায্য করেছিলেন।