ফের কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ি

< 1 - মিনিট |

বিপজ্জনক প্রতিটি বাড়িকে চিহ্ণিত করে নোটিশ অনেকদিন আগেই লাগানো হয়েছে। প্রায় কোনও ক্ষেত্রেই আবাসিকরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। ফলে, অনেক সময় বিপদ এড়ানো অসম্ভব হচ্ছে। পুর-কর্তৃপক্ষ এ কারণে এ ব্যাপারে নতুন নীতি প্রণয়ন করেছে

কে আর সি টাইমস ডেস্ক

মধ্য কলকাতায় ফের একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ল। কেউ হতাহত না হলেও বাড়িটির বাকি অংশ নিয়ে চিন্তায় পড়েছে কলকাতা পুরসভা। 
সূত্রের খবর, শুক্রবার সকালে ৮১ বেন্টিঙ্ক স্ট্রিটের একটি দোতলা বাড়ির সামনে ডান দিকের একটি অংশ ভেঙে পড়ে। ওই বাড়ির একাংশে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন মন্টু সুরেখা। ‘হিন্দুস্থান সমাচার’-কে তিনি জানান, “কেউ হতাহত হননি। কারণ, এক তলায় ওই অংশে একটি নামী জুতোর শো রুম ছিল। দ্বিতলে ছিল অন্য ভাড়াটিয়া। তারা এই অংশের বিপদ আশঙ্কা করে ছেড়ে দিয়েছে।“ কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ডিজি অনিন্দ্য কারফর্মা এই প্রতিবেদককে বলেন, “বিপজ্জনক প্রতিটি বাড়িকে চিহ্ণিত করে নোটিশ অনেকদিন আগেই লাগানো হয়েছে। প্রায় কোনও ক্ষেত্রেই আবাসিকরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। ফলে, অনেক সময় বিপদ এড়ানো অসম্ভব হচ্ছে। পুর-কর্তৃপক্ষ এ কারণে এ ব্যাপারে নতুন নীতি প্রণয়ন করেছে।” অন্যদিকে গৃহমালিক সংগঠনের সম্পাদক সুকুমার রক্ষিত এই প্রতিবেদককে বলেন, “পুরসভার এই নয়া নীতি সম্পর্কে আমাদের সংগঠনের কাছে কিছু জানায়নি। প্রচারমাধ্যমে যা দেখেছি, তাতে অনেক অষ্পষ্টতা আছে। এ ব্যাপারে কথা বলতে চেয়ে মেয়রকে চিঠি দিয়েছি। উত্তর পাইনি। পুরসভার গোটা প্রক্রিয়াটাই গন্ডগোলের।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news