তিনমাসের দীর্ঘ লড়াই শেষে অবশেষে শিল্পীরা তাঁদের বকেয়া পারিশ্রমিক পেতে চলেছে | শুক্রবার রাতের মধ্যেই বকেয়া টাকা পেয়ে যাবে শিল্পীরা
তিনমাসের দীর্ঘ লড়াই শেষে অবশেষে শিল্পীরা তাঁদের বকেয়া পারিশ্রমিক পেতে চলেছে | শুক্রবার রাতের মধ্যেই বকেয়া টাকা পেয়ে যাবে শিল্পীরা | আর্টিস্ট ফোরামের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে সে কথা |
দাগ ক্রিয়েটিভ মিডিয়ার অধীনে থাকা পাঁচটি ধারাবাহিককে নিয়েই সমস্যা শুরু হয়েছিল। দীর্ঘদিন ধরে শিল্পীর থেকে টেকনিসিয়ানরা বেতন পাচ্ছে না বলেই অভিযোগ উঠেছিল। এত অভিযোগ, এত পদক্ষেপের পরও অবস্থার পরিবর্তন না হওয়ায় ধীরে ধীরে বাড়তে থাকে ক্ষোভ। টেলিপাড়ার প্রায় ১৭১ শিল্পী তাঁদের বকেয়া পারিশ্রমিক পাননি|
গত ১১ জুন এনওসি(নো অবজেকসন সার্টিফিকেট) দিয়েছেন রানা সরকার | তার ভিত্তিতেই সংশ্লিষ্ট চ্যানেলগুলো শিল্পীদের বকেয়া টাকা পেমেন্টর প্রক্রিয়া শুরু করে | বৃহস্পতিবার ২০ জুন সেই টাকা ফোরামের হাতে এসে পৌঁছেছে বলে জানা যাচ্ছে । দীর্ঘ তিন মাসের এই লড়াইয়ের শেষে তাই স্বস্তিতে টেলিপাড়ার ১৭১ জন শিল্পী। কিন্তু বহু কলাকুশলী, দাগ ক্রিয়েটিভ মিডিয়া-র প্রাক্তন কর্মী, সাপ্লায়ার ও ফ্রিলান্সাররা এখনও তাঁদের বকেয়া টাকা পাননি।