বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮২তম জন্মদিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন অঞ্চলে আলোচনা-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮২তম জন্মদিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন অঞ্চলে আলোচনা-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজেপি-র তরফে বেশ কিছুদিন ধরেই বঙ্কিমচন্দ্র এবং তাঁর ভাবনাকে প্রচারের আলোয় আনা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এবং শাসক দল তাই কথাসাহিত্যিকের জম্মদিন পালনে কোনওভাবে পিছিয়ে থাকতে রাজি নয়। বুধবার পশ্চিমবঙ্গের বিধানসভায় এক অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মন্ত্রী-বিধায়করা মাল্যদান ও পুষ্প অর্পন করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও অনুষ্ঠানে থাকার কথা। বিকেলে স্ট্র্যান্ড রোডে বঙ্কিমচন্দ্রের পূর্ণাবয়ব মূর্তিতে রাজ্য সরকারের তরফে মাল্যদান করবেন মন্ত্রী সাধন পান্ডে। সন্ধ্যায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমী আয়োজিত ’বঙ্কিমচন্দ্র আমার উত্তরাধিকার’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন রমানাথ রায় এবং আবুল বাশার। বঙ্কিমচন্দ্রের লেখা থেকে পাঠ করবেন দেবেশ চট্টোপাধ্যায়, সমবেত সঙ্গীত পরিবেশনে বেথুন স্কুলের ছাত্রীবৃন্দ। উপস্থিত থাকবেন আকাদেমীর সভাপতি শাঁওলী মিত্র। নৈহাটির বঙ্কিম গবেষণা কেন্দ্র বঙ্কিম ভবনের সঞ্জীবচন্দ্র সভাগৃহে এদিন সন্ধ্যায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন গবেষণাকেন্দ্রের অধ্যক্ষ সঙ্গীতা ত্রিপাঠি মিত্র, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন এবং আনন্দ পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক নলিনী বেরা। বিবেকানন্দ কলেজের বিবেকানন্দ সভাগৃহে হবে একটি অনুষ্ঠান। বাংলা বিভাগের স্নাতকোত্তর শাখা এবং পাটুলির বঙ্কিম চর্চা কেন্দ্র এর যৌথ উদ্যোক্তা। মূল বক্তা জাতীয়তাবাদী শিক্ষাবিদ তথা প্রাক্তন উপাচার্য অচিন্ত্য বিশ্বাস।