বাকি ১১০ দিন, ব্যস্ততা শুরু পুজোর

< 1 - মিনিট |

‘ফোরাম ফর দুর্গোৎসব’ আয়োজন করেছে রক্তদান শিবিরের। আগামীকাল রবিবার সকাল সাড়ে ৯টায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বসবে এই শিবির।আগামীকাল ১৬ জুন সন্ধ্যায় ভবানীপুর নেতাজী পার্ক ২২ পল্লীর খুঁটিপুজো

কে আর সি টাইমস ডেস্ক

দুর্গাপুজো আসতে দেরি আছে। এর মধ্যে শুরু হয়ে গিয়েছে পরিকল্পনা ও প্রস্তুতি। সেই প্রস্তুতি অবশ্য অনেকাংশেই রাজনৈতিক ডামাডোলে পড়ছে অনিশ্চয়তার মুখে। ‘ফোরাম ফর দুর্গোৎসব’ আয়োজন করেছে রক্তদান শিবিরের। আগামীকাল রবিবার সকাল সাড়ে ৯টায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বসবে এই শিবির।আগামীকাল ১৬ জুন সন্ধ্যায় ভবানীপুর নেতাজী পার্ক ২২ পল্লীর খুঁটিপুজো। অনুষ্ঠানের আকর্ষণ বাড়াতে থাকছে বাংলা ব্যান্ড। সঙ্গে ভারতের ক্রিকেট ম্যাচ। শহরের বিভিন্ন স্থানে এর হোর্ডিং দেওয়া হয়েছে। এবার পুজো অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। প্রকাশ্য হোর্ডিং শোভা পাচ্ছে ৬৪ পল্লী-র পুজোর। ভবানীপুর স্বাধীন পল্লীর উদ্যোক্তারাও শুরু করেছেন প্রস্তুতি। ওঁদের পুজোর বয়স এবার হল ৭১। 

কলকাতার একটি বড় পুজোর এক কর্মকর্তা বলেন, “আমাদের উদ্যোক্তারা সকলেই তৃণমূলের নানা দায়িত্বে আছেন। এই মুহূর্তে লোকসভা নির্বাচন-পরবর্তী যে পরিস্থিতি দেখা দিয়েছে, তাতে পুজোর আগাম পরিকল্পনায় কিছু অসুবিধা হচ্ছে।”
পূর্ব যাদবপুরের অন্যতম বড় পুজো সন্তোষপুর ত্রিকোণ পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর এবার সত্তর বছর। কমিটির সভাপতি পার্থপ্রতিম রায় এই প্রতিবেদককে বলেন, “এবার আমরা সরকারি চারু ও কারুকলা কলেজের প্রাক্তনী অসীম পালকে সামগ্রিক বিন্যাসের দায়িত্ব দিয়েছি। ইঁট দিয়ে প্রাচীন দ্রষ্টব্য ফুটিয়ে তোলা হবে।”
ব্যস্ততা শুরু হয়েছে কুমোরটুলিতে। কুমোরটুলির অন্যতম নামী এবং প্রতিষ্ঠিত শিল্পী মিন্টু পাল ‘হিন্দুস্থান সমাচার’-কে বলেন, “গত বছরের মত এবারেও দুটো বড় পুজো সল্ট লেকের এফডি ব্লক এবং বাগবাজারের গৌরীমাতা উদ্যানের মন্ডপসজ্জার দায়িত্ব পড়েছে। মন্ডপের জন্য আরও ২-১টি নামী প্রতিষ্ঠানের সঙ্গে কথা শুরু হয়েছে। এ ছাড়াও গোটা ত্রিশ প্রতিমাও তৈরি করতে হবে।“ উল্লেখ করা যেতে পারে, কয়েক বছর আগে দেশপ্রিয় পার্কের হইচই ফেলে দেওয়া বিশ্বের সর্ববৃহৎ দুর্গাপ্রতিমার শিল্পী ছিলেন এই মিন্টুবাবুই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news