দোল পূর্ণিমা হিন্দু সনাতন ধর্মের একটি পবিত্র উৎসব।


দোল পূর্ণিমা হিন্দু সনাতন ধর্মের একটি পবিত্র উৎসব।
প্রতি বছরের ন্যায় এবারও সমগ্র দেশের সঙ্গে শিলচরেও দোল পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল ভারত সেবাশ্রম সঙ্ঘের শিলচর শাখা। এদিন তারাপুর চাঁদমারি রোড স্থিত সংঘের কার্যালয়ে বসন্ত উৎসবের আমেজে সামিল হয়েছেন প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রী সহ অভিভাবক ও শিক্ষকরা।
বক্তব্য রাখতে গিয়ে সংঘের কর্মকর্তারা জানান,অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময় জনসাধারণের পাশে দাঁড়িয়ে সেবা মূলক বিভিন্ন কাজ করে আসছে ভারত সেবাশ্রম সঙ্ঘ।কোভিড মহামারী ও ভয়াবহ বন্যা পরিস্থিতি সহ জেলার বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সংঘ প্রতিণিয়ত কাজ করে গেছে।
প্রণবানন্দ মহারাজের আদর্শ ও নিতীকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রত্যেককে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন আয়োজকরা। ভেদাভেদ দূর করে উপত্যকার ঐক্য ও অখণ্ডতাকে বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংঘের কর্মকর্তারা।
Promotional | Connect with KRC Foundation

Brain Vision | KRC TIMES | InfoCom Diary | Placements |Barak Festival
