আম্রপল্লী ও বিনা ছন্দমের উদ্যোগে জিসি কলেজের সিমেরা ২২

< 1 - মিনিট |

বিশিষ্ট সাংবাদিক তথা সংবাদ সংস্থা পিএনসি র চেয়ারম্যান হারাণ দে কে সম্বর্ধনা

প্রকৃতি নিউজ কনসার্ন

বরাক ও ব্ৰহ্মপুত্ৰ উপত্যকার মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন আরো মজবুত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চারু কলা সংগঠন আম্রপালির উদ্যোগে এবং গুরুচরন কলেজ ও বীনা ছন্দম সঙ্গীত মহাবিদ্যালয়ের সহায়তা য় শিলচরে আয়োজিত দুদিনের সিমেরা ২০২২ অধিবেশনের সমাপ্তি ঘটে।

ছাত্র ছাত্রীদের মধ্যে ঐতিহ্যবাহী ভারতীয় সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি র উদ্দেশ্যে চারু কলা, সঙ্গীত ও ভারতীয় নৃত্য ইত্যাদির প্রতিযোগিতা এই দুদিনের অনুষ্ঠানে আয়োজন করা হয়। আম্রপালি র কর্নধার রুদ্র জয়ন্ত ভাগবতী ও প্রনামে ভাগবতী তাদের কন্যা সহ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে দর্শকদের কাছ থেকে ভূয়সী পান ।

রবিবারের অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক আসামের জনসংযোগ বিভাগের প্রাক্তন যুগ্ম সঞ্চালক হারাণ দে ,জি সি কলেজের অধ্যক্ষ ডঃ বিভাস দেব, প্রভাষক অপ্রতিম নাগ, বীনা ছন্দম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেবতোষ নাথ , সুপ্রিয় ভট্টাচার্য, প্রদীপ আচার্য ,ও অমরেন্দ্র চক্রবর্তী সহ ১৫ জনকে সাংস্কৃতিক জগতে বিশেষ অবদানের জন্য সম্বর্ধনা জানানো হয় ।রবিবার শুরু তে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন ,হারাণ দে ।

বিশিষ্ট সাংবাদিক তথা সংবাদ সংস্থা পিএনসি র চেয়ারম্যান হারাণ দে কে সম্বর্ধনা জানালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চারু কলা সংগঠন আম্রপালির কর্নধার রুদ্র জয়ন্ত ভাগবতী। বরিবার শিলচরে এক অনুষ্ঠানে । পাশে রয়েছেন বীনা ছন্দম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেবতোষ নাথ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *