উত্তর – পূর্বাঞ্চলভিত্তিক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীণাপাণি আর্ট এন্ড ক্রাফট সেন্টার এর বার্ষিক অনুষ্ঠান উদযাপিত হয়
উত্তর – পূর্বাঞ্চলভিত্তিক বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীণাপাণি আর্ট এন্ড ক্রাফট সেন্টার-এর বার্ষিক শিল্পকলা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত হয়েছে ।শিলচর তারাপুরে এক অনুষ্ঠানে উত্তর – পূর্বে সামগ্রিকভাবে শীর্ষস্থান অধিকারী পূর্ণা নাথের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।এ ছাড়া, প্রথম রানিং ট্রফি ও স্বর্ণপদক লাভ করেন সুপর্না দাস। পুরস্কার প্রদান করা হয় দ্বিতীয় স্থানাধিকারী মেঘা দত্ত এবং তৃতীয় স্থানে থাকা ওমশান্তি নাথকে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন সিএ শিবব্রত দত্ত ,সমাজকর্মী বেনুলাল বর্মন ,অন্তু দত্ত প্রমুখ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিপ্রপ্রতিম ভট্টাচার্য বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভা বিকাশের ক্ষেত্রে কৃতীরা আরও অনেক এগিয়ে যাচ্ছে ।অনুষ্ঠানে বিভিন্ন স্তরে সব মিলিয়ে সত্তর জনকে পুরস্কৃত করা হয় ।