মুখ্যমন্ত্রীকে চিকিৎসকদের পাশে দাড়ানোর আবেদন সংস্কৃতি মহলের

< 1 - মিনিট |

এনআরএসের আন্দোলনরত ডাক্তারদের পাশে রয়েছেন বুদ্ধিজীবী মহলের একাংশ। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও চিকিৎসকদের পাশে দাড়ানোর আবেদন সাংস্কৃতিক মহলের একাংশের

কে আর সি টাইমস ডেস্ক

এনআরএসের আন্দোলনরত ডাক্তারদের পাশে রয়েছেন বুদ্ধিজীবী মহলের একাংশ। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও  চিকিৎসকদের পাশে দাড়ানোর আবেদন সাংস্কৃতিক মহলের একাংশের | আজ শুক্রবার এনআরএস হাসপাতালে পৌঁছান অভিনেতা  কৌশিক সেন, সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র ও বোলান গঙ্গোপাধ্যায় |
হাসপাতালে পৌঁছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অভিনেতা কৌশিক সেন বলেন, ‘এনাফ ইজ এনাফ । ক্লাবগুলোকে আমরা টাকা দিয়ে দানছত্র করি কিন্তু স্বাস্থ্য পরিষেবার দিকে নজর দিই না |প্রশাসনকে বুঝতে হবে আপনারা ছাড়া চলবে না। একটা ব্যাপার আমরা সবাই বুঝে পারছি, ওনাকে বুঝতে হবে, উনি সকলের মুখ্যমন্ত্রী। আমরা যদি পরিকাঠামো উন্নতি না করে ক্লাবকে টাকা দিতে থাকি, তাহলে চলবে না। দরকার হলে শিল্পের জন্য কাজ করতে হবে না। সেই টাকা চিকিৎসায় দিন। ফিল্ম ফেস্টিভাল বন্ধ করুন একবছর’ |একই কথা বলতে শোনা গেলো শিল্পী বোলান গঙ্গোপাধ্যায়কেও। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দেশজুড়ে অসম্ভব কঠিন সময় চলছে। পশ্চিমবঙ্গের অবস্থা আরও ভয়াবহ। মাৎস্যন্যায় চলছে রাজ্যে। ডাক্তারদের তিনি সতর্ক করেন, আন্দোলন যেন সম্পূর্ণ তাঁদের নিজস্ব হয়। এখানে যেন কোনও রাজনৈতিক রং না লাগে। এই আন্দোলন যেন কোনওভাবেই এমন কাউকে সাহায্য না করে যা পশ্চিমবঙ্গের পক্ষে শুভ নয়’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news