শরতের পূর্ণিমা রাতে কৃষ্ণ বন্দনায় মুখরিত বটদ্ৰবা, রাসলীলায় মগ্ন হাজারো ভক্ত

< 1 - মিনিট |

উজান থেকে নিম্ন, নিম্ন-উজান থেকে বরাক উপত্যকা, সৰ্বত্ৰ রাস মহোৎসবের উন্মাদনা।

কে আর সি টাইমস ডেস্ক

উজান থেকে নিম্ন, নিম্ন-উজান থেকে বরাক উপত্যকা, সৰ্বত্ৰ রাস মহোৎসবের উন্মাদনা। ব্যতিক্ৰম নয় মহাপুরুষ শংকরদেবের জন্মস্থান বটদ্ৰবার বিভিন্ন এলাকা। শরতের পূর্ণিমা রাতে বটদ্ৰবার নসত্ৰ, ভোমোরাগুড়ি, করচোং সত্ৰ এবং আইভেটির কিশোরী, যুবতী, মহিলারা ‘আসো সখি আসো বোন, বৃন্দাবনে যাই’, ‘শরৎ কালের রাত অতি স্নিগ্ধ’ শীৰ্ষক গান ও খোল করতালের তালে নৃত্যে মাতাল।

হাজার হাজার ভক্ত-দৰ্শকের মধ্যে কৃষ্ণের সঙ্গে গোপীকুল রাসের লীলায় মেতে উঠেন। এ যেন বৃন্দাবন। শরতের স্নিগ্ধ জোৎস্নায় এভাবে গুরুদেব শংকরদেবের অপূৰ্ব সৃষ্টি কেলিগোপাল নাটক অবলম্বনে রাস লীলায় মগ্ন হয়েছেন হাজারো মানুষ। সোমবার গোটা রাত রাস মহোৎসবে যেমন মেতেছিলেন বটদ্রবা এবং সংলগ্ন এলাকার মানুষ, আজও তিলমাত্র তাঁদের উন্মাদনায় এতটুকু ঘাটতি নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news