শিশু সাহিত্যে তাঁর অসামান্য দানের জন্য এবছর সাহিত্য আকাদেমি পুরস্কারের ভাগিদার হচ্ছেন তিনি | সাহিত্য আকাদেমির পক্ষ থেকে শুক্রবার এমনটাই জানানো হয়েছে
ফের বাংলার সম্মানের মুকুটে আরও একটি পালক যোগ হতে চলেছে| এ বছর সাহিত্য আকাদেমি পুরস্কার পাচ্ছেন সাহিত্যিক নবনীতা দেবসেন। শিশু সাহিত্যে তাঁর অসামান্য দানের জন্য এবছর সাহিত্য আকাদেমি পুরস্কারের ভাগিদার হচ্ছেন তিনি | সাহিত্য আকাদেমির পক্ষ থেকে শুক্রবার এমনটাই জানানো হয়েছে | গত বছর ‘শ্রীকৃষ্ণের শেষ কটা দিন’ ছোটগল্পের জন্য এই পুরস্কার পেয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায় |
স্বভাবতই এই খবরে উচ্ছসিত লেখিকা | তাঁর প্রতিক্রিয়া, “খুব খুশি হয়েছি। আমাকে ফোন করে জানানো হয় যে এবার আমি এইপুরস্কার পেতে চলেছি । আমার খুব আনন্দ হচ্ছে” | তাঁর পাশাপাশি যুব বিভাগে ‘কুন্তল ফিরে এসো’ উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি যুব পুরস্কার পাচ্ছেন তরুণ লেখিকা মৌমিতা । সোশ্যাল মিডিয়ায় এই লেখিকার লেখা খুব জনপ্রিয় |
দক্ষিণ কলকাতায় হিন্দুস্থান পার্কে সাহিত্যের বুনোটে তৈরী পরিবারে ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন নবনীতা দেবসেন | ছোট থেকেই সাহিত্য ব্যক্তিত্বদের সান্নিধ্যে তাঁর কলম চলেছিল বিরামহীন |কবিতা, প্রবন্ধ, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস সব ধরনের লেখাতেই ছিল তাঁর অবাধ বিচরণ | প্রথম বই ‘প্রথম প্রত্যয়’ প্রকাশিত হয় ১৯৫৯ সালে । এরপরে ধীরে ধীরে এগিয়ে গিয়েছেন জনপ্রিয়তার শিখরে |