নবম ‘স্টেট ফিলাটেলিক এক্সিবিশন’-এর উদ্বোধন করলেন রাজ্যপাল জগদীপ ধনকর।
শনিবার নবম ‘স্টেট ফিলাটেলিক এক্সিবিশন’-এর উদ্বোধন করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এটি মহাত্মা গান্ধীর দেড়শ বছর উপলক্ষে তাঁর নামে উৎসর্গ করা হয়েছে। প্রদর্শনীর শিরোনাম রাখা হয়েছে ‘একলা চলো রে’। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এই উপলক্ষে এদিন অপর একটি অনুষ্ঠানে কলকাতা জিপিও-তে উদ্ঘাটন হয় গান্ধী গ্যালারির। এদিন ‘ইয়ং ইন্ডিয়া’ নামে বিশেষ ডাক কভারের প্রকাশ করেন রাজ্যপাল। এ ছাড়া অ্যাকাডেমী অফ ফাইন আর্টসে সকালে ছিল পড়ুয়াদের বসে আঁকো প্রতিযোগিতা। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এবং নবম থেকে দ্বাদশ— দুই পর্যায়ে আঁকার বিষয় মাহাত্মা গান্ধীর কোলাজ। এখানে প্রদর্শিত ডাকসামগ্রির মধ্যে প্রায় অর্ধেক আমন্ত্রিত এবং গান্ধীজী-বিষয়ক। মহাত্মার ওপর বিভিন্ন সময়ে প্রকাশিত ডাকটিকিট, ফার্স্ট ডে কভার, স্পেশাল কভার দেখার সুযোগ পাওয়া যাচ্ছে এখানে। দুপুরে জিপিও-তে এক অনুষ্ঠানে মহাত্মার চিত্র উন্মোচন ছাড়াও তাঁর ছবি-সহ ব্যাজ লাগানো জ্যাকেট প্রকাশ করেন সিপিএমজি। সন্ধ্যায় অ্যাকাডেমীতে প্রদর্শনী হলে ঋতুপর্ণ ঘোষ এবং সুচিত্রা সেনের ওপর বিশেষ কভার প্রকাশের পাশাপাশি ভাষণ দেওয়ার কথা সুদীপ্তা চক্রবর্তী, মুনমুন সেন ও শমীক বন্দ্যোপাধ্যায়ের।