হারাণ দে বলেন যে রেলওয়ে ও বিমান চলাচল বিভাগ সহ বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সব কয়টি বিভাগ বরাক উপত্যকায় বাৎলা ব্যবহার করে চলেছে অথচ কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ এর ব্যতিক্রম কেন ?
শিলচরে কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ আসাম রাজ্য ভাষা আইন ,১৯৬০ (সংশোধন ১৯৬১) লঙ্ঘন করে একটি সাইন বোর্ডে বাংলা ভাষা ব্রাত্য রাখায় ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে।
এই মর্মে পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাণ দে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডঃ মনসুখ মন্দিভ্যর কাছে টুইটার পাঠিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন যে মন্ত্রী স্বয়ং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা সত্ত্বেও অধস্তন কর্মচারীরা বরাকের সরকারী ভাষা বাংলাকে উপেক্ষা করার সাহস পেলেন কোথা থেকে ।
হারাণ দে বলেন যে রেলওয়ে ও বিমান চলাচল বিভাগ সহ বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সব কয়টি বিভাগ বরাক উপত্যকায় বাৎলা ব্যবহার করে চলেছে অথচ কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ এর ব্যতিক্রম কেন ?
উল্লেখ্য যে বরাক উপত্যকায় কোবিড ইনজেকশনের সার্টিফিকেটে বাৎলা না থাকায় পরিষদ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী কে বাৎলা সন্নিবিষ্ট করার দাবি জানানো সত্ত্বেও কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
আগে শিলচরে পাশ পৰ্ট কেন্দ্র স্থাপনের সময় বাৎলা ভাষা ব্রাত্য ছিল তখন পরিষদ সভাপতি হারাণ দের হস্তক্ষেপে বিদেশ মন্ত্রক বাৎলায় সাইনবোর্ড লিখতে বাধ্য হয়।
বিজ্ঞাপন