বাইশের বন্যার ওপর রচিত ও গ্রন্থিত ‘প্রলয়ের ইতিকথা’
শিলচর প্রতিনিধি – বাইশের বন্যার ওপর রচিত ও গ্রন্থিত ‘প্রলয়ের ইতিকথা’ বইটি ইতিমধ্যে বরাক উপত্যকার বৌদ্ধিক মহলে সমাদৃত হয়েছে। কিন্তু সাংবাদিক ও লেখক উত্তমকুমার সী-র তথ্যসমৃদ্ধ গ্রন্থটি নিয়ে কৌতুহলের শেষ হয়নি এখনও। শিলচরে গত ২৩ সেপ্টেম্বর গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশের প্রকাশের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার হাইলাকান্দিতে একটি সাহিত্যের আড্ডা অনুষ্ঠিত হয়।
ঘরোয়া অনুষ্ঠানে কবি-সাহিত্যিক ও সাংবাদিক বন্ধু এবং শ্রদ্ধাভাজনরা সমবেত হন সাহিত্য-সংস্কৃতি ও সংবাদ জগতে এ উপত্যকায় সবার প্রিয় সন্তোষ মজুমদারের বাড়িতে। বয়সজনিত শারিরীক সমস্যা নিয়েও সারাক্ষণ সঙ্গ দেন তিনি। তাঁরই সভাপতিত্বে এবং কবি আশুতোষ দাসের পরিচালনায় অনুষ্ঠানে বইটির প্রাসঙ্গিকতা এবং বন্যার প্রেক্ষাপট নিয়ে বিদ্বজ্জনেরা আলোচনা করেন।
প্রবীণ সাংবাদিক সন্তোষ মজুমদার ছাড়াও এতে অংশ নেন কবি-প্রাবন্ধিক রফি আহমদ মজুমদার, সুশান্তমোহন চট্টোপাধ্যায়, বরিষ্ঠ সাংবাদিক অমিত দাস, রাহুল চক্রবর্তী, আশুতোষ দাস প্রমুখ।
উপস্থিত ছিলেন দীপঙ্কর দত্ত, রূপেন্দু দাস, সুভাষ সুত্রধর, অনিন্দ্য দাস, অনুপম গুপ্ত প্রমুখ। বাইশের বন্যাজনিত দুর্যোগকাল মলাটবন্দি করার প্রয়াসে পরোক্ষভাবে সামিল হওয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এই প্রয়াসকে এগিয়ে নিয়ে যেতে এগিয়ে আসার আহ্বান জানান লেখক সাংবাদিক উত্তমকুমার সী।
বিজ্ঞাপন