শুক্রবার শেষ হল ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
চোখের পলক পরতে না পরতেই কেটে গেল দিনগুলি। শুক্রবার শেষ হল ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হীরালাল সেন মেমোরিয়াল সন্মানে ভুষিত হল পরিচালক ইন্দ্রাশিস আচার্যের নতুন ছবি ‘পার্সেল’।
এই বছর কেআইএফএফ –এর তালিকায় জায়গা করে নিল পরিচালক ইন্দ্রাশিস আচার্যের ‘পার্সেল’। আর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড-ই বেস্ট ডিরেক্টর সন্মানে ভুষিত হল পরিচালক ইন্দ্রাশিস আচার্য ও তাঁর নতুন ছবি নতুন ছবি ‘পার্সেল’।
পরিচালক ইন্দ্রাশিসের ‘পার্সেল’ ছবিটি মূলত সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। ‘পার্সেল’ ছবির গল্প একটি পার্সেলকেই কেন্দ্র করে। ছবির মূল চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা-শাশ্বতকে। ঋতুপর্ণা-শাশ্বতকে ছাড়াও ছবিতে দেখা যাবে অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীলা মজুমদার, অম্বরীশ ভট্টাচার্য ছাড়াও আরও অনেকেকে।