এবারের অনুষ্ঠানে বিশিষ্ট সংগীত শিল্পী শ্রী তাপস শংকর দেবকে নজরুল সম্মান- ২০২২ প্রদান করা হয়
২৯ আগষ্ট নজরুল মঞ্চের আয়োজিত শিলচর সঙ্গীত বিদ্যালয়ে কবি নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠান হয় । প্রথমে অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা নজরুলের প্রতিত ছবির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করেন । এরপরই মূল অনুষ্ঠান শুরু হয় । এবারের অনুষ্ঠানে বিশিষ্ট সংগীত শিল্পী শ্রী তাপস শংকর দেবকে নজরুল সম্মান- ২০২২ প্রদান করা হয় । পরে নজরুল সম্মান প্রাপক তাপস শংকর দেব এই অনুষ্ঠানের বিষয়ে বক্তব্য রাখেন । বক্তব্যের পর বিভিন্ন স্কুলের নাচের ও গানের শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন ।
Advertisement