বীরেন্দ্র শতবর্ষ পালন

< 1 - মিনিট |

প্রকাশিত হয়েছে বীরেন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত দুটি কাব্য সংকলন রবীন্দ্রনাথ ও লেনিনকে নিবেদিত

কে আর সি টাইমস ডেস্ক

২ সেপ্টেম্বর রোটারি সদনে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শতবর্ষ পালন করল বীরেন্দ্র চট্টোপাধ্যায় শতবর্ষ উদযাপন কমিটি। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘গ্রহচ্যুত’। ‘কবিতা তুমি কেমন আছো?/যেমন থাকে ভালোবাসার মানুষ,/অপমানে।‘ এই পঙক্তিগুলি নিয়েই হিরণ মিত্র চিত্রিত দুটি কবিতা-পোস্টার প্রকাশিত হয়েছে।

কমিটির তরফে বক্তব্য রেখেছেন সব্যসাচী দেব।এদিন প্রকাশিত হয়েছে বীরেন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত দুটি কাব্য সংকলন রবীন্দ্রনাথ ও লেনিনকে নিবেদিত।স্মারক বক্তৃতায় ছিলেন জহর সেন মজুমদার। কবির কবিতাপাঠে ছিলেন মৃ্ন্ময় চক্রবর্তী, সংঘমিত্রা হালদার, শাশ্বতী সান্যাল, তানিয়া চক্রবর্তী, বেবী সাউ, আকাশ গঙ্গোপাধ্যায় এবং স্বাগতা দাশগুপ্তা। গানে ছিলেন প্রতুল মুখোপাধ্যায় এবং বিনয় চক্রবর্তী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news