নেশার কবল থেকে লড়াই করে বেরিয়ে আসতে চাওয়া মানুষদের নিয়ে অভিনেতা নাইজেলের নাট্যদল ‘কোলাহল থিয়েটার ওয়ার্কশপ’ নিয়ে আসতে চলেছে নতুন নাটক ‘বেওয়ারিশ’
নেশার কবল থেকে মুক্তি পেতে রিহ্যাবে ভরতি হয় অনেকেই|নেশার কবলে পড়ে নিজেদের হারিয়ে ফেলে তারা | রিহ্যাব কিছুটা হলেও সাহায্য করে সেইসব মানুষদের নিজেদের আগের জীবনে ফিরিয়ে আনতে | আর সেই সব মানুষদের একটু খুশি দিতে হাজির অভিনেতা নাইজেল | নেশার কবল থেকে লড়াই করে বেরিয়ে আসতে চাওয়া মানুষদের নিয়ে অভিনেতা নাইজেলের নাট্যদল ‘কোলাহল থিয়েটার ওয়ার্কশপ’ নিয়ে আসতে চলেছে নতুন নাটক ‘বেওয়ারিশ’।
পরিচালক অভিজিৎ আনুকামিনের পরিচালনায় নাটকটি মঞ্চস্থ হবে ২ আগস্ট | আলিনা রিহ্যাবিলিটেশন সেন্টারের বেশ কিছু সদস্যকে নিয়ে মঞ্চস্থ হবে এই নাটক|এই নাটকে যাদের অভিনয়ে দেখা যাবে তাঁরা প্রত্যেকেই রিহ্যাবিলিটেশন সেন্টারের সদস্য। ড্রাগের নেশা থেকে মুক্তি পেতে এরা রিহ্যাবে ভরতি হয়।প্রত্যেকেই মুক্তি পেতে চাইছেন এই নেশা থেকে ।
২০১৮ সালের ৪ জুন নাইজেলের নাট্যদল ‘কোলাহল থিয়েটার ওয়ার্কশ’-র পথম নাটক ছিল রূপান্তরকামী মানুষদের নিয়ে। তার কিচিদিন পর নাইজেল ও তাঁর টিম নিষিদ্ধ পল্লীর মহিলাদের নিয়ে তৈরি করে ‘ঝরাফুলের রূপকথা’ নামে একটি নাটক। আর তাদের এবারের চমক নেশার কবল থেকে বেরিয়ে আসতে চাওয়া মানুষদের নিয়ে ‘বেওয়ারিশ’।