রিকশাচালক চণ্ডাল লেখক মনোরঞ্জন ব্যাপারী
মহাশ্বেতা দেবীর সাহচর্যে লেখক হিসাবে প্রতিষ্ঠিত। রিকশাচালক কিংবা মিড ডে মিলের রাঁধুনি হিসাবে যাঁর পরিচিতি তিনি হলেন মনোরঞ্জন ব্যাপারী। যাঁর পরিচয় আজীবন শ্রমিক হিসাবে। তাঁরই কলম তাঁর আয়ুধ। কলমই জুগিয়েছে প্রতিবাদের ভাষা, তাঁর স্বর, তাঁর লড়াকু জীবনের গল্প বলার পরিসর। ছিন্নমূল জীবন তাঁকে দিয়েছে নতুন ভাষা। সংগ্রামী জীবনের ইতিকথা। নানা অভিজ্ঞতার দিকচিহ্ন। তাই তিনি হয়ে উঠতে চেয়েছেন দলিতের নিজস্ব লেখক। ‘ইতিবৃত্ত চণ্ডাল জীবন’-এ তাঁরই জীবনের ইতিকথা। যেমন অনূদিত হয়েছে তাঁর বই তেমনি পেয়েছেন নানা সম্মান। তাঁর বাতাসে বারুদের গন্ধ, ছেঁড়া ছেঁড়া জীবন এবং ছন্নছাড়া নিয়ে স্টিল লিটারারি মিট এবং একা ওয়েস্টল্যান্ড আয়োজন করেছে এক আলাপচারিতার অনুষ্ঠান। বক্তব্য রাখবেন পিনাকী দে। ২৭ সেপ্টেম্বর, সন্ধে সাড়ে ছটায় যদুনাথ ভবন মিউজিয়াম অ্যান্ড রিসোর্স সেন্টারে।