প্রখ্যাত লেখক ভীষ্ম সাহানির জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

< 1 - মিনিট |

ভীষ্ম সাহানি ছিলেন একাধারে বিখ্যাত হিন্দি লেখক, নাট্যকার এবং অভিনেতা ছিলেন । তাঁর উপন্যাস এবং টেলিভিশন চিত্রনাট্য তমাস (ডার্কনেস, ইগনোরেন্স) এর জন্য তিনি সর্বাধিক খ্যাতি লাভ করেন

কে আর সি টাইমস ডেস্ক

আজ ৮ আগষ্ট । প্রখ্যাত হিন্দি লেখক ভীষ্ম সাহানির ১০৪ তম জন্মবার্ষিকী । বৃহস্পতিবার এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটের মাধ্যমে এই শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ।এদিন টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রখ্যাত লেখক ভীষ্ম সাহানিকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই ।” এরপরেই তাঁর উদ্দেশ্যে হিন্দি ভাষাতেও শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। ১৯১৫ সালে ৮ আগষ্ট পাকিস্তানের রায়লপিন্ডিতে জন্মগ্রহণ করেন তিনি । পরবর্তীতে ২০০৩ সালে ১১ জুলাই দিল্লিতে জীবনাবসান হয় তাঁর । মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর ।

 ভীষ্ম সাহানি ছিলেন একাধারে বিখ্যাত হিন্দি লেখক, নাট্যকার এবং অভিনেতা ছিলেন । তাঁর উপন্যাস এবং টেলিভিশন চিত্রনাট্য তমাস (ডার্কনেস, ইগনোরেন্স) এর জন্য তিনি সর্বাধিক খ্যাতি লাভ করেন । এই উপন্যাসের গল্পে ছিল ভারত ভাগের শক্তিশালী এবং আবেগপূর্ণ বিবরণ । তাঁর সাহিত্যের এই কৃতিত্বের জন্য তিনি ১৯৯৯ সালে ‘পদ্মভূষণ’ পুরষ্কার লাভ করেছিলেন । এছাড়াও পরবর্তীতে ২০০২ সালে তিনি ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ‘সাহিত্য একাডেমি ফেলোশিপ’ ও স্যার সৈয়দ জাতীয় সেরা হিন্দি কথাসাহিত্যিক পুরষ্কার লাভ করেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news