এই জন্মমাসেই ছিল তাঁর মৃত্যুদিবসও। শ্রাবণেই মণিহারে সেজে রবীন্দ্রগান ঝরেও পড়েছিল বৃষ্টিধারার মতো
২৮ আগস্ট শিশির মঞ্চে দেবব্রত বিশ্বাসের ১০৮তম জন্মবর্ষ উপলক্ষে অনুষ্ঠান করল দেবব্রত ‘বিশ্বাস স্মরণ কমিটি’। এই জন্মমাসেই ছিল তাঁর মৃত্যুদিবসও। সে অর্থে শ্রাবণেই মণিহারে সেজে রবীন্দ্রগান ঝরেও পড়েছিল বৃষ্টিধারার মতো। বাদ্যযন্ত্রসমেত ও বাদ্যনুষঙ্গহীন যুগপৎ দুই ফর্মেই রবীন্দ্রনাথের গানের শব্দ, অর্থ, দ্যোতনা, গাম্ভীর্যকে কুলতিলক পরিয়েছিলেন তিনি। তাঁর কণ্ঠেই তো রবীন্দ্রনাথের গান পেয়েছিল আলাদা মাত্রা।
তাই তাঁকে ঘিরেই ছিল গানে-পাঠে-আলোচনার ত্রিবেণীসঙ্গম। স্মৃতিচারণ ও পাঠে ছিলেন শাঁওলি মিত্র। গানে ছিলেন বুদ্ধদেব গুহ। এছাড়া ছিল ‘রবীন্দ্রনাথের সেকাল ও একাল—শিক্ষা ও গায়কী’ শীর্ষক আলোচনা। এদিন প্রকাশিত হয়েছে দেবব্রত বিশ্বাসের অপ্রকাশিত গানের সিডি ‘গাব নীরব অবসরে’।