বিষয় ‘রামকিংকর বেইজ: ইনস্ক্রিবিং দ্য মার্জিনাল ইন্টু মডার্নিজম’
৩ অগাস্ট শিল্পী রামকিংকর বেইজের উপর মনোজ্ঞ এক আলোচনাসভার আয়োজন করেছে ‘দ্য স্কাল্পটেড ইমেজ’। আলোচক শিল্প গবেষক আর শিবা কুমার। তিনি বেইজের শিল্প ও ভাস্কর্য বিষয়ে আলোচনা করবেন।তাঁর বিষয় ‘রামকিংকর বেইজ: ইনস্ক্রিবিং দ্য মার্জিনাল ইন্টু মডার্নিজম’। রামকিংকরের শিল্পের বড় অংশ জুড়েই রয়েছে আদিবাসী জীবন, তার প্রতিদৈনিক যাতায়াত, আলো-ছায়াময় উপস্থিতি।
কলাভবনের একটি ক্লাসে রামকিংকর নিজের মূর্তি গড়া নিয়ে বলেছিলেন, ‘গড়তে গড়তে ভাবি নাই। আগে ভেবে গড়েচি।গড়বার আগে প্রতিমার মতন দেখতে, বউ-ঝিদের চেহারা আমার মনে পড়ছিল। আমি দেবীকে সেই রূপ দিতে চেয়েছিলাম।‘ রামকিংকরকে কাজ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, ‘যত দিন পারি।শেষ পর্যন্ত। যখন কাজ শেষ হয়ে যাবে, তখন ধ্যানও শেষ হয়ে যাবে। তখন… শূন্য… আকাশের সমান… আকাশ… অবকাশ।‘ তাঁর ধানঝাড়া ভাস্কর্যে সম্বন্ধে পরিতোষ সেন লিখেছিলেন, ‘ওই হাওয়াহীন প্রচণ্ড উত্তাপে এরকম পাশবিক উদ্যমে যে কোনও শিল্পী কাজ করতে পারে, না দেখলে বিশ্বাস হত না। কিছুক্ষণ পর মই থেকে নেমে এগিয়ে এলেন আমার দিকে। মুখে শিশুসুলভ হাসি।‘ রামকিংকরের এই কথন শোনা যাবে ইমামি আর্ট গ্যালারিতে। দুপুর বারোটা থেকে একটা।