লালুপ্রসাদ সাউয়ের একক চিত্রপ্রদর্শিনী “মাই প্লেজার”
সম্প্রতি দেবভাষা বই ও শিল্পের আবাসে গৌরী ধর্মপাল ও কে জি সুব্রহ্মণ্যম কক্ষ জুড়ে হয়ে গেল অশীতিপর চিত্রশিল্পী লালুপ্রসাদ সাউয়ের একক চিত্রপ্রদর্শিনী “মাই প্লেজার”। বস্তুত, এই প্রদর্শনীতে রসিকজন আবিষ্কার করলেন অন্য লালুপ্রসাদ সাউকে। আমরা যাঁরা আজন্ম মুগ্ধ এই চিত্রকরের বাবু-বিবির ছবি দেখে, সেই আমাদের কাছে এই প্রদর্শনী আলাপ ঘটাল নতুন এক লালু প্রসাদ সাউয়ের সঙ্গে।
নিজের শিল্প জীবনের শুরুতে গ্রাফিক্সের কাজ নিয়ে মেতে উঠেছিলেন এই শিল্পী। বিমূর্ত জগতে তাঁর চলাফেরা তখন। এই প্রদর্শনীতে ছিল তাঁর চির স্মরণীয় গ্রাফিক্সের কাজ — এচিং, লিথো, লিনোকাট, যাঁদের জন্ম হয়েছিল এই শিল্পীর হাতে অনেক অনেক বছর আগে। আর তার পাশাপাশি থেকেছে এই প্রদর্শনীর জন্যই তাঁর নতুন কাজ। সেখানেও বিমূর্তের ছন্দ। এই প্রদর্শনী এক শিল্পীর চিন্তার আনন্দ উৎসার। সেই আনন্দ যাপনে আমরা নতুন করে পেলাম এই শিল্পীকে।