গল্প নয় গপ্পো

< 1 - মিনিট |

গল্পকার সনৎ কর চেয়েছিলেন তাঁর গল্পের সঙ্গে থাকুক কৃষ্ণেন্দু চাকীর ছবি

শ্রীজীব

প্রকাশের পথে…আগামী ১৪ অগস্ট দেবভাষার আবাসে যখন অশীতিপর শিল্পী সনৎ করের উপস্থিতিতে তাঁর প্রদর্শনী “ওহ সলিটিউড ” সমাপ্তির পথে পৌঁছবে, তখন একই সঙ্গে সূচিত হবে শিল্পী সনৎ করের নতুন জন্ম– লেখক সনৎ কর। ছবি আঁকার পাশাপাশি এই শিল্পী নিজের মনে লিখে গিয়েছেন ছোটোদের জন্য গল্প। সেইসব গল্প নিয়েই তাঁর এই বই, “গল্প নয় গপ্পো”। মোট ১২টি গল্প নিয়ে এই সংকলন। প্রতি গল্পের সঙ্গে থাকছে ছবি। ছবিগুলি এঁকেছেন শিল্পী কৃষ্ণেন্দু চাকী। গল্পকার সনৎ কর চেয়েছিলেন তাঁর গল্পের সঙ্গে থাকুক কৃষ্ণেন্দু চাকীর ছবি।
গত তিন বছর ধরে শিল্পী সনৎ করের জন্মদিনকে কেন্দ্র করে দেবভাষার আবাসে শুরু হয় তাঁর ছবির প্রদর্শনী। এবছরও ২৯ জুলাই শিল্পীর জন্মদিনে শুরু হয়েছিল এই প্রদর্শনী। বিগত বছরগুলোয় তাঁর প্রদর্শনীর সময় প্রকাশিত হয়েছিল ” সাক্ষাৎকার সনৎ কর ” ও “সনৎ করের স্কেচখাতা”। এবছর শিল্পীর লেখা ছোটোদের গল্পের বই। সকলের জন্য রইল আন্তরিক আমন্ত্রণ। গ্রন্থ উদবোধন বুধবার, সন্ধে ৬.৩০এ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news