যোগেন চৌধুরীর প্রদর্শনী

< 1 - মিনিট |

আগামী ২০ সেপ্টেম্বর ইমামি আর্টের আয়োজনে ‘কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি’ নামে যোগেন চৌধুরীর ১৫০টি ছবির একক প্রদর্শনী

কে আর সি টাইমস ডেস্ক

আগামী ২০ সেপ্টেম্বর ইমামি আর্টের আয়োজনে ‘কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি’ নামে যোগেন চৌধুরীর ১৫০টি ছবির একক প্রদর্শনী শুরু হতে চলেছে। বিভিন্ন দশকে তাঁর শিল্পভাবনায় যে পরিবর্তন এসেছে তা তুলে ধরাই এই প্রদর্শনীর মুখ্য উদ্দেশ্য। দেশভাগের সময় ছিন্নমূল হয়েছিলেন তিনি। এমন এক সময় গেছে বিদ্যুৎহীন কলোনিপাড়াতে শিল্পীর জীবন কেটেছে। হ্যারিকেনের আলোতে কেটেছে তাঁর শৈশব। আর এসবেরই ছাপ পড়েছে তাঁর ছবিতে।

তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতাসঞ্জাত দেশকালের বিচ্যুতির আলোছায়া যেন মখমল-কালো রঙের খেলায় ফুটে উঠেছে বারবার। কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে পাশ করার পর তিনি পাড়ি দেন ফ্রান্সে। সে সবই ছিল তাঁর কাজের অভিমুখ নির্দেশ।ভারতীয় সনাতন সংস্কৃতির ছাপ স্পষ্ট হয়েছে তাঁর আঁকাতে। তাঁর আঁকাতে আমরা খুঁজে ফিরি দেশকালের ভাবনা, শিকড়চ্যুত যন্ত্রণার ছাপ।তাঁর আঁকা মানব-প্রতিকৃতির চোখের প্রাণপ্রতিষ্ঠা হয় যেন। মাছ হোক কিংবা মানুষ, যোগেন চৌধুরীর ভাবনায় বিভিন্ন রূপ ধরে ফিরে এসেছে প্রাণের অবয়বে।প্রদর্শনীটি চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *