নবনীতা-জীবন উদযাপন করতে তাঁরই বিভাগ গান্ধী ভবনে অনুষ্ঠানের আয়োজন করেছে সেলিব্রেটিং নবনীতা নামে
সাত নভেম্বর চিরভ্রমণে চলে গেলেন নবনীতা দেবসেন। ভালো-বাসার বারান্দায় আজ কেবল শূন্যতা। রোদ পড়ে আরও চিহ্নিত করে তুলেছে। স্বপ্নে, একগলা জলে, ভাসতে ভাসতে নবনীতা দেখেছিলেন, চলে যাচ্ছে তাঁর লেখার টেবিল। সেই টেবিল তিনি আঁকড়ে ধরে বাঁচছেন। লিখছেন। তাঁর এই চিরভ্রমণকে অস্বীকার করতে চেয়েছে ওঁর ভাষায় নাতি-ছাত্র, নাতি-ছাত্রীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘকালের। তুলনামূলক সাহিত্যের তিনিই তো ছিলেন অধ্যাপক। সেই নবনীতা-জীবন উদযাপন করতে তাঁরই বিভাগ গান্ধী ভবনে অনুষ্ঠানের আয়োজন করেছে সেলিব্রেটিং নবনীতা নামে। আজ ১৮ নভেম্বর বিকেল চারটেয়। ১৯ মঙ্গলবার পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে নবনীতা দেবসেন প্রসঙ্গে বলবেন শাঁওলি মিত্র, জয় গোস্বামী, সৌরিন ভট্টাচার্য, অমিয় দেব এবং রংগন চক্রবর্তী।শুরু হবে সন্ধে ছটায়। কবিতায় থাকছেন শ্রীজাত এবং সম্রাঞ্জী বন্দ্যোপাধ্যায়। থাকবে নবনীতা দেবসেনর ছবি, বইয়ের প্রদর্শনী।এদিকে তাঁকে নিয়ে রবীন্দ্র সদনে থাকছে আলোচনা। আয়োজনে দেবসেন পরিবার এবং দেজ পাবলিশিং। পাঁচটায় থাকছে এ স্মরণ অনু্ষ্ঠান। থাকছেন শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, অপর্ণা সেন, পবিত্র সরকার, স্বাতী গঙ্গোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, অনিন্দ চট্টোপাধ্যায়, অনিতা অগ্নিহোত্রী প্রমুখ।
সৈয়দ জন্মবার্ষিকী পালন
সৈয়দ মুস্তাফা সিরাজের ৯০তম জন্মবার্ষিকী পালন করছে সৈয়দ মুস্তাফা সিরাজ আকাদেমি। অলীক মানুষ-এর সৃ্ষ্টিকর্তাকে নিয়ে থাকছে সাহিত্য সমাবেশ। এই সমাবেশে সিরাজ আকাদেমি পুরস্কার ২০১৯ প্রদান করা হবে। প্রাপক সাধন চট্টোপাধ্যায়। পুরস্কারটি দেবেন শঙ্খ ঘোষ। সাধনের সাহিত্যে উঠে এসেছে ব্যক্তিজীবন। আর সেই জীবনকে তিনি মিলিয়েছেন ভারতের আর্থসামাজিক প্রেক্ষাপটের সঙ্গে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকছেন দেবেশ রায়। এবং বিশেষ অতিথি হিসাবে থাকছেন পবিত্র সরকার। সভামুখ্য হিসাবে থাকছেন শীর্ষেন্দুমুখোপাধ্যায়। কথাসাহিত্যে সৈয়দ মুস্তাফা সিরাজ সম্পর্কে বক্তব্য রাখবেন ভগীরথ মিশ্র। সংগীতে থাকছেন সাহানা বাজপেয়ী।
দিনকর প্রদর্শনী
বিশিষ্ট চিত্রকর এবং কলাভবনের এককালীন অধ্যক্ষ দিনকর কৌশিকের শিল্পকর্ম নিয়ে প্রদর্শিত হতে চলেছে আগামী ২৩ নভেম্বর বিড়লা আকাদেমিতে। আয়োজনে থাকছে বিড়লা অ্যাকডেমি অফ আর্ট অ্যান্ড কালচার এবং শান্তিনিকেতন কলাভবন প্রাক্তনী। রিমেমবারিং দিনকর কৌশিক শিরোনামে। রবীন্দ্রভাবনায় শান্তিনিকেতনের কলাভবনে শিল্পের বিস্তার ঘটিয়েছিলেন যে তিন শিল্পী তাঁরা হলেন নন্দলাল বসু, বিনোদবিহারী মুখোপাধ্যায় এবং রামকিংকর বেইজ। এই তিন শিল্পীর অন্যতম উত্তরাধিকারী ছিলেন দিনকর কৌশিক।কলাভবনের পাট চুকিয়ে একসময় তিনি দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষকতার মধ্যে মধ্যে সর্বভারতীয় এবং পাশ্চাত্য শিল্পকলার সঙ্গে ঘনিষ্ঠ হন। সাতের দশকে আবার তিনি ফিরে আসেন কলাভবনে। এবং অধ্যাপনার সঙ্গে যুক্ত হন। কলাভবনে তিনিই কনটেমপোরারি আর্টের সঞ্চার ঘটান। শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনে থাকছে সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং প্রণবরঞ্জন রায়। অনুষ্ঠান শুরু হবে সন্ধে ছটায়। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।