এবার পুজোয় টালা পার্ক প্রত্যয়ের হাত ধরে ঘুরে আসুন ‘কল্পলোক’ দুনিয়াই

< 1 - মিনিট |

থিমের দিক থেকে বরাবরই জুড়ি মেলা ভার টালা পার্ক প্রত্যয়ের | এবারের থিম ‘কল্পলোক’

কে আর সি টাইমস ডেস্ক

অপেক্ষার আর মাত্র কয়েকটাদিন | তারপরই সপরিবারে হাজির হবেন উমা মা। মা দুর্গাকে স্বাগত জানাতে মণ্ডপে মণ্ডপে চলছে যুদ্ধকালীন ব্যস্ততা। সর্বত্রই একটা সাজো সাজো রব। কাশফুলের পসরা নিয়ে ধরিত্রীও সেজে উঠেছে অনন্যরূপে। আগামী মাসে আজকের দিনে মহা অষ্টমীর আনন্দে মেতে উঠবে রাজ্যবাসী| কলকাতার পুজো মানেই মানুষের মনে আশা থাকে নিত্য নতুন থিম দেখার | এখন বেশিরভাগ দর্শনার্থী প্রতিমা দেখার পাশাপাশি থিমের টানেই যায় প্যান্ডেল গুলোতে | এবার পুজোয় কলকাতাবাসীকে এক লহমায় কল্পলোকে নিয়ে যাবে টালা পার্ক প্রত্যয় | সমাজ জীবনের বিভিন্ন কাল্পনিক ঘটনার ইঙ্গিত দেবে টালা পার্ক প্রত্যয় দুর্গোৎসব কমিটি |

থিমের দিক থেকে বরাবরই জুড়ি মেলা ভার টালা পার্ক প্রত্যয়ের | বহু প্রশংসিত টালা পার্ক প্রত্যয়ের এবারের থিম ‘কল্পলোক’| তাই ৯৪তম বর্ষে কল্পনা জগতের বিভিন্ন দিক গোটা মণ্ডপের মধ্যে ফুটিয়ে তুলবে টালা পার্ক প্রত্যয় দুর্গোৎসব কমিটি | আলো-আঁধারির মায়াবী খেলাতেই জীবন্ত হয়ে উঠবে মণ্ডপ। আলোর রকমারি ব্যবহারেই ধরা দেবে কল্পনা জগতের |বাঁশ, লোহা, কাঠ ব্যবহার করে বিভিন্ন আবক্ষ মূর্তি, ইনস্টলেশন আর্ট ইত্যাদি দিয়েই তৈরী হচ্ছে মন্ডপ | টালা পার্ক প্রত্যয়ের ‘কল্পলোক’ সজ্জিত হচ্ছে থিম মেকার সুশান্ত পালের হাত ধরে |

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news