প্রতি বছরের মতো এবছরও শিল্পীর জন্মদিনে তাঁর কাজের মধ্য দিয়ে ওই বিশেষ মুহূর্তটিকে উদযাপিত করতে চলেছে দেবভাষার আবাস
আবারও তাঁর জন্মদিন চলে এল।শিল্পী সনৎ কর। সোসাইটি অফ কনটেমপোরারি আর্টিস্টস গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য সনৎ কর।একদা শান্তিনিকেতন কলাভবনের অধ্যক্ষ ছিলেন তিনি। এখন এমিরিটাস প্রফেসর। বঙ্গীয় আধুনিক চিত্রকলায় তাঁর অবদান অনস্বীকার্য। ছাপাই চিত্রে তাঁর ভূমিকা এক নতুনতর দিগন্ত খুলে দিয়েছিল। পাশাপাশি তাঁর টেম্পারা, প্যাস্টেল শিল্পকলার জগতে নতুন ভাষার সংযোজন ঘটিয়েছেন। আজও শিল্পরসিক ঘুরেফিরেই তাঁর ইকেবানা সিরিজ, লিফ সিরিজ, হোমেজ টু কালীঘাট পট সিরিজের দিকে কী গভীর মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে থাকেন।
দেবভাষা বই ও শিল্পের আবাস গর্বিত, এই যে আবাসের নিত্য প্রদর্শনীর আয়োজন হয়, আবাসের প্রথম প্রদর্শনী সূচিত হয়েছিল শিল্পী সনৎ করের চিত্রপ্রদর্শনীর মধ্য দিয়েই। প্রতি বছরের মতো এবছরও শিল্পীর জন্মদিনে তাঁর কাজের মধ্য দিয়ে ওই বিশেষ মুহূর্তটিকে উদযাপিত করতে চলেছে দেবভাষার আবাস। এই প্রদর্শনী একদিকে যেমন সনৎ করের শিল্পজীবনের তিরিশ বছরের সুদীর্ঘ পরিক্রমাকে ধরে আছে, তেমনই এই প্রদর্শনীতে মূর্ত হতে চলেছে অশীতিপর এই শিল্পীর নতুন কাজ, তাঁর করা জলরঙের কাজ। আগামী ২৯ জুলাই, সোমবার সন্ধে ৬.৩০ মিনিটে প্রদর্শনীর শুভারম্ভ।