পদ্মপুরাণে রাধাষ্টমী ব্রত

< 1 - মিনিট |

আজ শ্রীমতী রাধা ঠাকুরানীর শুভ আবির্ভাব তিথি (রাধাষ্টমী) মহোৎসব

শ্রীজীব

“যাঁরা বৈদিক শাস্ত্র অধ্যয়নে অনুরত, যাঁরা তুলসীবন রক্ষা করে থাকেন, যাঁরা রাধাষ্টমীতে উপবাস করেন, যাঁরা পূর্ণ বিশ্বাস সহকারে ভগবান শ্রীকৃষ্ণের নিকট ঘৃত-প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং যাঁরা কখনো অন্যের সমালোচনা করেন না, তাঁরাই বৈষ্ণব বলে বিবেচিত ।”
(পদ্মপুরাণ, ব্রহ্মখণ্ড, ১/৩১/৩২)

“একহাজার একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয়, শ্রীজন্মাষ্টমী এবং রাধাষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে শতগুন অধিক ফল লাভ হয়ে থাকে।” (পদ্মপুরাণ, ব্রহ্মখণ্ড, ৭/৮)

উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর, শুক্রবার শ্রীমতী রাধা ঠাকুরানীর শুভ আবির্ভাব তিথি (রাধাষ্টমী) মহোৎসব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *