আজ শ্রীমতী রাধা ঠাকুরানীর শুভ আবির্ভাব তিথি (রাধাষ্টমী) মহোৎসব
“যাঁরা বৈদিক শাস্ত্র অধ্যয়নে অনুরত, যাঁরা তুলসীবন রক্ষা করে থাকেন, যাঁরা রাধাষ্টমীতে উপবাস করেন, যাঁরা পূর্ণ বিশ্বাস সহকারে ভগবান শ্রীকৃষ্ণের নিকট ঘৃত-প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং যাঁরা কখনো অন্যের সমালোচনা করেন না, তাঁরাই বৈষ্ণব বলে বিবেচিত ।”
(পদ্মপুরাণ, ব্রহ্মখণ্ড, ১/৩১/৩২)
“একহাজার একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয়, শ্রীজন্মাষ্টমী এবং রাধাষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে শতগুন অধিক ফল লাভ হয়ে থাকে।” (পদ্মপুরাণ, ব্রহ্মখণ্ড, ৭/৮)
উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর, শুক্রবার শ্রীমতী রাধা ঠাকুরানীর শুভ আবির্ভাব তিথি (রাধাষ্টমী) মহোৎসব।