রংরূপের নাট্যোৎসব

< 1 - মিনিট |

সীমা মুখোপাধ্যায় পরিচালিত নাটক

শ্রীজীব

পঞ্চাশে পা রাখল রংরূপ।আগামী ২ থেকে ৮ অক্টোবর আকাদেমি, মধুসূদন এবং তপন থিয়েটারে সাতদিন জুড়ে নাট্যেৎসবের আয়োজন করছেন রংরূপ-কর্ণধার সীমা মুখোপাধ্যায়।উৎসব শুরু হবে ২ অক্টোবর আকাদেমিতে। সকাল দশটায়। এক আলোচনাসভা দিয়ে। লাইভ ইস্যুস ইন কনটেমপোরারি থিয়েটার শীর্ষক আলোচনাসভায় অংশ নেবেন সতীশ আলেকর, নীলম মান সিং চৌধুরি, সুধন্য দেশপাণ্ডে, অমিতেশ গ্রোভার, অঞ্জন দত্ত এবং তৃণা বন্দ্যোপাধ্যায়। সঞ্চালনায় থাকবেন শমীক বন্দ্যোপাধ্যায়। মঞ্চস্থ হবে সীমা মুখোপাধ্যায়ের পরিচালনায় রক্তকল্যাণ, জলছবি, মা্য়ের মতো, নীলরঙের ঘড়া, অব্যক্ত এবং তখন বিকেল। শেষদিনে থাকছে অশোক মুখোপাধ্যায়ের শ্রুতিনাটক সাঁকো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news