মজলিশের ‘সেতুবন্ধন’

< 1 - মিনিট |

মজলিশের নিজস্ব ওয়েবসাইটে শোনা যায় এই নাটক।এমনকী তাদের সোশ্যাল মিডিয়াতেও

কে আর সি টাইমস ডেস্ক

আগামী ১২ আগস্ট সন্ধে সাড়ে ছটায় শিশির মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে ইন্দো-ডাচ থিয়েটার গোষ্ঠী ‘মজলিশের’ নতুন নাটক ‘সেতুবন্ধন’। এটা তাদের চতুর্থ বছরের নিবেদন।প্রতি বছর কলকাতায় এবং নেদারল্যান্ডসে একটি করে নতুন নাটক মঞ্চস্থ করে মজলিশ।ইংল্যান্ডের দর্শকমহলেও প্রশংসা কুড়িয়েছে তারা।প্রবাসী বাঙালিদের কাছে বাংলা নাটক পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। এছাড়া বাড়ির বৈঠকখানায়ও পৌঁছে দিতে সম্প্রতি তাদের নতুন উদ্যোগ ফ্রাইডে ফুটলাইটস। যেখানে প্রতি মা্সের তৃতীয় শুক্রবার সম্প্রচারিত হয় একটি করে অডিয়ো নাটক। মজলিশের নিজস্ব ওয়েবসাইটে শোনা যায় এই নাটক।এমনকী তাদের সোশ্যাল মিডিয়াতেও। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সেতুবন্ধন রচিত হয়েছে প্রায় অর্ধ শতক আগে। তাসত্ত্বেও আজও ভীষণভাবে প্রাসঙ্গিক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *