গোয়ার মঞ্চে সি‌লেটি নাটক ‘বেড়া’র জয়জয়কার, দশ‌টি পুরস্কারে ভূ‌ষিত এই সংস্থা

< 1 - মিনিট |

পূর্ব সূচি অনযায়ী গত ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত পর্যটননগর গোয়ার মাডগাঁও শহরে অনুষ্ঠিত হয়েছিল আন্তৰ্জাতিক বহুভাষিক নাট্য ও সাংস্কৃতিক সমারোহ

কে আর সি টাইমস ডেস্ক

গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বহুভাষিক নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন বিভাগে মোট দশটি পুরস্কার-সহ জাতীয় কঙ্কন নাট্যশ্রী অ্যাওয়ার্ডের শিরোপা অর্জন করেছে ক‌রিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দির সামা‌জিক সাংস্কৃতিক সংস্থা ‘চতুরঙ্গ’। সংস্থার শিল্পীরা শ্রীহট্টিয় (সিলেটি) ভাষায় রচিত ‘বেড়া’ নাটক মঞ্চস্থ করে এই খ্যাতি লাভ করেছেন।
দলবল নিয়ে বহিঃরাজ্যে গিয়ে কোনও বড় অনুষ্ঠান করার দীর্ঘ‌দি‌নের স্বপ্ন ছিল চতুর‌ঙ্গ-এর। তা‌দের সেই ম‌নের বাসনা এবার পূরণ হওয়ায় আহ্লাদিত শিল্পীদের পাশাপাশি পাথারকান্দির সংস্কৃতিবান মানুষজন। এদিকে তাঁদের এই সাফল্যে চতুরঙ্গ-এর সকল শিল্পী ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল।পূর্ব সূচি অনযায়ী গত ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত  দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত পর্যটননগর গোয়ার মাডগাঁও শহরে অনুষ্ঠিত হয়েছিল আন্তৰ্জাতিক বহুভাষিক নাট্য ও সাংস্কৃতিক সমারোহ। এই প্রতিযোগিতায় আমন্ত্রিত হয়ে আশাতীত সাফল্য অর্জন করেছে বরাক উপত্যকা থেকে একমাত্র প্রতিনিধিত্বকারী চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন। সেই স‌ঙ্গে অসম রাজ্য থেকে অংশগ্রহণ করে এই সংস্থার নবপ্রজন্মের নাট্য নির্দেশক রাজেশ দে-র ভাগ্যে জুটেছে জাতীয় কঙ্কন নাট্যশ্রী অ্যাওয়ার্ড। 
নাটক প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেষ্ঠ প্রযোজনা ছাড়াও দ্বিতীয় শ্রেষ্ঠ নির্দেশক, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রাভিনেত্রী, দ্বিতীয় শ্রেষ্ঠ অভিনেতা, দ্বিতীয় শ্রেষ্ঠ খল-চরিত্রাভিনেতা, দ্বিতীয় শ্রেষ্ঠ রূপসজ্জা, দ্বিতীয় শ্রেষ্ঠ মঞ্চসজ্জা ও দ্বিতীয় শ্রেষ্ঠ পাণ্ডুলিপি-সহ মোট দশটি পুরস্কারে ভূষিত হয়েছে পাথারকা‌ন্দির চতুরঙ্গ। চারদিনব্যাপী অনুষ্ঠিত নাট্য ও সাংস্কৃতিক সমারোহে ওডিশা, মহারাষ্ট্র, কর্ণাটক, মণিপুর, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, অসম-সহ দেশের বিভিন্ন রাজ্যের মোট কুড়িটি নাট্য ও সাংস্কৃতিক দল অংশগ্রহণ করেছিল।
বুধবার সমারোহের শেষ সন্ধ্যায় আয়োজক সংস্থার পক্ষ থেকে এই সব শিল্পীদের একটি করে শংসাপত্র ও দৃষ্টিনন্দন ট্রফি দিয়ে পু‌রো দলকে সম্মানিত করা হয়েছে। আজ শুক্রবার ১৪ জনের সাংস্কৃতিক দলটি গোয়া থেকে পাথারকা‌ন্দির উদ্দেশ্যে  রওনা হয়েছে বলে ফোনে জানিয়েছেন সংগঠনের সংস্থার সাধারণ সম্পাদক সুর‌জিৎ সেন।
উল্লেখ্য, প্রথমবারের মতো রা‌জ্য স্ত‌রের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গ-এর আশাতীত সাফল্যে সমাজের বিভিন্ন মহল থেকে নাট্যশিল্পীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে‌ছেন। জানা গে‌ছে, দলটি পাথারকান্দিতে আসার পর গোটা শিল্পীদলকে উষ্ণ সংবর্ধনা জানানো হবে, এৎ জন্য প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্থার সাধারণ সম্পাদক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *