সীমান্ত বানিজ্যের কাজে অনলাইন পদ্ধতি চালু করা হলেও পরিকাঠামোর ত্রুটির অভিযোগ তুলে মঙ্গলবার থেকে বাণিজ্য বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ফলে উত্তর ২৪ পরগণার ঘোজাডাঙা সীমান্তে আটকে কয়েকশ পণ্যবাহী ট্রাক
বসিরহাটের ভারত বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙ্গায় মঙ্গলবার সকাল থেকে সীমান্ত বাণিজ্য আমদানি রপ্তানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা। অভিযোগ চলতি মাসের ১৩ই মে হঠাৎই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশ আসে, অনলাইন পরিষেবা সঙ্গে যুক্ত করতে হবে ব্যবসায়ীদের। সেই মতো গত ১৫ মে থেকে অনলাইনে কাজ শুরু হয় ঘোজাডাঙা সীমান্তে। কিন্তু অনলাইন পদ্ধতিতে কাজের সঠিক পরিকাঠামো ঘোজাডাঙা সীমান্ত না থাকায় ধীর গতিতে চলতে থাকে বাণিজ্যের কাজ। ব্যবসায়ীদের পক্ষ থেকে পরিকাঠামো উন্নত করার বিষয়ে আবেদন জানানোর পরও কাজে গতি না আসায় মঙ্গলবার সকাল থেকে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা। সীমান্ত বাণিজ্য বন্ধের বিষয়ে গ্রামের সীমান্তের এক ব্যবসায়ীর বক্তব্য, ম্যানুয়াল পদ্ধতিতে প্রতিদিনে যেখানে আনুমানিক ৩০০ গাড়ি পণ্য রপ্তানি করা হতো বাংলাদেশ সেই জায়গায় অনলাইন পদ্ধতিতে হাতেগোনা কয়েকটি গাড়ি বাংলাদেশে পাঠানো সমস্যায় পড়তে হচ্ছিল ব্যবসায়ীদের। আর সে কারণেই মঙ্গলবার সকাল থেকে ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের সমস্যার বিষয় নিয়ে কথা বললে সমস্যার কথা মেনে নিয়ে ঘোজাডাঙ্গা সীমান্তের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পি টি ভুটিয়া বলেন, ” কেন্দ্র সরকারের নতুন পদ্ধতিতে কাজ করার মতো কোনো অভিজ্ঞ কর্মচারী নেই আমাদের এখানে। এই পদ্ধতির উপরে প্রশিক্ষণ দিতে আমরা বাইরে থেকে প্রশিক্ষক নিয়ে এসেছি। আগামী সাত দিনের মধ্যে সমস্যার সমাধান করা যাবে”।