অন্ধ্রপ্রদেশে বদলি ৩২ আইএএস আধিকারিক

< 1 - মিনিট |

মাঝরাতে নির্দেশিকা জারি করে রাজ্যের ৩২ জন আইএএস আধিকারিককে বদলি করল অন্ধ্রপ্রদেশ সরকার। মুখ্যসচিব এল ভি সুব্রাহ্মনিয়াম এই নির্দেশকা জারি করেন

কে আর সি টাইমস ডেস্ক

 ক্ষমতায় এসে বড়সড় প্রশাসনিক রদবদল করলেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। মাঝরাতে নির্দেশিকা জারি করে রাজ্যের ৩২ জন আইএএস আধিকারিককে বদলি করল অন্ধ্রপ্রদেশ সরকার। মুখ্যসচিব এল ভি সুব্রাহ্মনিয়াম এই নির্দেশকা জারি করেন। 
পার্বতীপুরম এবং সেথামপেটের আদিবাসী উন্নয়ন পর্ষদের যুগ্মসচিব করা হল ২০১৫ ব্যাচের আইএএস ক্যাডার ভি বিনোদ কুমার এবং এই পর্ষদের প্রজেক্ট অফিসারের দায়িত্বভার পেলেন সি এম সাইকান্ত বর্মা। স্কুলশিক্ষা মন্ত্রকের প্রিন্সিপ্যাল সেক্রেটারি পদের দায়িত্বভার দেওয়া হয়েছে ১৯৯২ ব্যাচের আইএএস আধিকারিক বুদিথি রাজশেখর। এর আগে তাকে কৃষি দফতরে বদলি করা হয়েছিল। কিন্তু সেই দফতরে তার বদলি রদ করে দিয়ে স্কুলশিক্ষা দফতরের দায়িত্বভার দেওয়া হল। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের প্রিন্সিপ্যাল সেক্রেটারি হিসেবে বদলি করা হয়েছে বি উদয়লক্ষ্মীকে। ১৯৯৬ ব্যাচে ক্যাডার মুড্ডাডা রবিচন্দ্রকে অর্থমন্ত্রকের সচিবের পদ থেকে সরিয়ে সামাজিক ন্যায়কল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। সামাজিক ন্যায়কল্যাণের দায়িত্ব থাকা মুকেশ কুমার মীনাকে আদিবাসী উন্নয়ন বিভাগ বদলি করা হয়েছে। এমনকি একাধি জেলার জেলাশাসকদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তিনটি বড় শহরের মিউনিসিপাল কমিশনারকে বদলি করা হয়েছে। ট্রান্সমিশন কর্পোরেশন অফ অন্ধ্রপ্রদেশের যুগ্ম অধিকর্তার দায়িত্বভার দেওয়া হয়েছে কে ভি এন চক্রধর বাবুকে। বিশাখাপত্তনমের ইস্টার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশনের কোম্পানি লিমিটেড নতুন ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন কে ভি এন চক্রধর বাবু। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *