বৃহস্পতিবার তিনি শিলচরে শ্মশান রোডের বাড়িতে প্রয়াত হন
শিলচর- অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক ও সঙ্গীত প্রেমী সুভাষ হোম চৌধুরী আর নেই। বৃহস্পতিবার তিনি শিলচরের শ্মশান রোডের বাড়িতে প্রয়াত হন । মৃত্যু কালে বয়স হয়েছিল ৭১:বছর । তিনি রেখে গেছেন দুই পুত্র ও এক কন্যাকে। কন্যা সুস্মিতা হোম চৌধুরী একজন সুগায়িকা। সুভাষ বাবুও একসময়ে আকাশ বানী ও দূর দর্শনে র গায়ক ছিলেন। তাঁর মৃত্যুতে বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে গভীর শোক প্রকাশ করেছেন।