অবৈধ অটোর প্রতিবাদে বন্ধ শিয়ালদহ-বেলেঘাটা রুটের অটো

< 1 - মিনিট |

বিধাননগরের পর এবার অবৈধ অটোর প্রতিবাদে অটো বন্ধ রাখার সিদ্ধান্ত নিল শিয়ালদহ-বেলেঘাটা রুটের অটোচালকরা

কে আর সি টাইমস ডেস্ক

বিধাননগরের পর এবার অবৈধ অটোর প্রতিবাদে অটো বন্ধ রাখার সিদ্ধান্ত নিল শিয়ালদহ-বেলেঘাটা রুটের অটোচালকরা| তাদের অভিযোগ, অবৈধ অটোর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে| তার ফলে, টান পড়ছে তাদের রোজগারে| তারই প্রতিবাদে সোমবার সকাল থেকেই তারা সিদ্ধান্ত নেয় অটো বন্ধ রাখার| 

এদিকে সপ্তাহের শুরুতেই অটো বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন নিত্য যাত্রীরা| শিয়ালদহ-বেলেঘাটা রুটের অটো চালকদের একাংশের অভিযোগ, বিগত কয়েক মাসে শিয়ালদহ-বেলেঘাটা রুটে অটোর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে৷ পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি অটো চলছে রাস্তায়৷ তার মধ্যে অধিকাংশরই বৈধ কাগজ নেই| অন্যদিকে, এই অবৈধ অটোচালকদের রমরমা বেড়ে যাওয়ায় রুজিতে টান পড়েছে বৈধ অটো চালকদের| এদিন ওই অবৈধ অটো গুলো বন্ধ করার দাবি নিয়েই অটো বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা৷

এদিন বিক্ষোভরত অটো চালকরা জানান, ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে চিঠিও পাঠিয়েছে তারা| সেখানে তাদের অভিযোগ সহ দাবিও জানানো হয়েছে| এবিষয়ে এদিন হুশিয়ারী দিয়ে তারা জানান, এবিষয়ে প্রশাসন পদক্ষেপ না নিলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারা৷ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news