৫,৪৮৬ জন তীর্থযাত্রীদের মধ্যে ৪,০০৪ জন পুরুষ, ১২৪৫ জন মহিলা, ১০টি শিশু ও ২২৭ জন সাধু-সন্ন্যাসী ছিলেন| ৫,৪৮৬ জন পুন্যার্থীর মধ্যে ৩,৩৫৭ জন পহেলগাম রুটে রওনা দিয়েছেন
জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে বালতাল (অনন্তনাগ জেলা) এবং পহেলগাঁও (গান্ডেরবাল জেলা) বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলেন অনন্তপক্ষে ৫,৪৮৬ জন তীর্থযাত্রী| গত ৩০ জুন থেকে শুরু হয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা, বৃহস্পতিবার পর্যন্ত ১.৩১ লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন| বৃহস্পতিবার ভোররাতে অমরনাথ দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আরও ৫,৪৮৬ জন তীর্থযাত্রী|
প্রশাসন সূত্রের খবর, কড়া নিরাপত্তা বেষ্টনীতে বৃহস্পতিবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে ২২১টি গাড়িতে চেপে বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৫,৪৮৬ জন তীর্থযাত্রী| ৫,৪৮৬ জন তীর্থযাত্রীদের মধ্যে ৪,০০৪ জন পুরুষ, ১২৪৫ জন মহিলা, ১০টি শিশু ও ২২৭ জন সাধু-সন্ন্যাসী ছিলেন| ৫,৪৮৬ জন পুন্যার্থীর মধ্যে ৩,৩৫৭ জন পহেলগাম রুটে রওনা দিয়েছেন এবং ২,১২৯ জন পুন্যার্থী বালতাল রুটে রওনা দিয়েছেন|