অমরনাথ যাত্রায় মৃত্যু আরও ৩ তীর্থযাত্রীর

< 1 - মিনিট |

১৪ দিনে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জন। শারীরিক অসুস্থতার কারণেই তিন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

পবিত্র অমরনাথ তীর্থযাত্রার ১৪তম দিনে কাশ্মীরি হিমালয়ের কোলেই মৃত্যুবরণ করলেন তিন তীর্থযাত্রী। প্রশাসন সূত্রের খবর, ১৪ দিনে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জন। শারীরিক অসুস্থতার কারণেই এদিনের যাত্রাপথে তিন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। অমরনাথ শ্রাইন বোর্ড সূত্রের খবর, বালতাল বেস ক্যাম্পে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে রাজস্থানের সুন্দের দেবী (৬৩)-র।

যাত্রাপথে হঠাৎই অচৈতন্য হয়ে পড়েন মধ্য প্রদেশ থেকে পবিত্র তীর্থযাত্রার সাক্ষী হতে আসা অজয় মালভিয়া (৩৫)। স্থানীয় হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। অমরনাথ শিবলিঙ্গ দর্শনের আগেই গুহা তীর্থের একেবারে কাছাকাছি পৌঁছে মৃত্যু হয় ডিম্পল শর্মা (৫২)-র। অন্যদিকে, এদিন অমরনাথ যাত্রার চতুর্দশ দিনে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৫২১০ জন তীর্থযাত্রী। জম্মুর ভগবতীনগর বেসক্যাম্পে প্রচলিত পুজো সেরে বালতাল এবং পহেলগামের বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা। ঐতিহ্যবাহী তীর্থযাত্রার ১৪তম দিনে ২২২ টি গাড়ির কনভয়ে রওনা দিয়েছেন তীর্থযাত্রীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news