অরুণাচলে নিখোঁজ বায়ুসেনার পণ্যবাহী বিমানের সন্ধানে এবার নেমেছে নৌ-বাহিনী ও ইসরো

< 1 - মিনিট |

বায়ুসেনার নিখোঁজ এএন-৩২ এয়ারক্র্যাফ্টের সন্ধানে মোতায়েন করা হয়েছে ভারতীয় নৌ-বাহিনীর লং রেঞ্জ সামুদ্রিক তদন্তকারী বিমান পি-৮-আই এবং ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন-এর স্যাটেলাইট

কে আর সি টাইমস ডেস্ক

ভারতীয় বায়ুসেনার নিখোঁজ এএন-৩২ এয়ারক্র্যাফ্টের সন্ধানে মোতায়েন করা হয়েছে ভারতীয় নৌ-বাহিনীর লং রেঞ্জ সামুদ্রিক তদন্তকারী বিমান পি-৮-আই এবং ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-এর স্যাটেলাইট। নৌ-বাহিনী এবং ইসরো সম্মিলিতভাবে অরুণাচল প্রদেশে গতকাল থেকে নিখোঁজ ভারতীয় বায়ুসেনার পণ্যবাহী ১৩০জে নম্বরের এএন-৩২ বিমানের সন্ধানে সম্মিলিতভাবে কাজ শুরু করেছে। ইতিমধ্যে গতকাল থেকে নিখোঁজ বিমানের সন্ধানে সুখয় ৩০, এমআই-১৭ হেলিকপ্টার এবং সি-১৩০ জেটবিমান নিয়ে নিয়ে সেনা আধিকারিকরা বিশেষ অভিযানে বেরিয়ে পড়েছিলেন। 

উল্লেখ্য, গতকাল সোমবার পণ্যবাহী ১৩০জে নম্বরের এএন-৩২ ডাবল ইঞ্জিনের বিমানটি রেশন সামগ্রী নিয়ে উজান অসমের যোরহাটে অবস্থিত ররৈয়া বিমানবন্দর থেকে বেলা প্রায় ১২.২৫ মিনিট নাগাদ অরুণাচল প্রদেশের উদ্দেশে উড়েছিল। বিমানে আটজন বায়ুসেনা এবং পাঁচজন স্থলসেনা-সহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। বিমানটি পণ্য সামগ্রী নিয়ে অরুণাচল প্রদেশের চীন সীমান্তবর্তী মেচুকা অ্যাডভান্স ল্যান্ডিং গ্ৰাউন্ডে অবতরণ করার কথা ছিল। জানা গেছে, মাত্ৰ ৩ ঘণ্টা ৩০ মিনিট উড়তে পারে সে অনুযায়ী ইন্ধন ছিল বিমানটিতে। ১৩০জে নম্বরের নিখোঁজ এএন-৩২ বিমানটি নাকি ১৯৮০ সালে রাশিয়ায় তৈরি।

বিমানে যাঁরা ছিলেন তাঁরা ফ্লাইট লেফটেন্যান্ট মোহিত গাৰ্গ (২৭), জনৈক মহান্তি, তানওয়ার, থাপা, সাৰ্জেন্ট অনুপ, কৰ্পোরাল, সারিন, স্কোয়াড্ৰন লিডার বিনোদ, ওয়ারেন্ট অফিসার কেকে মিশ্ৰ, লিডিং এয়ারক্ৰাফ্টম্যান পংকজ, এসকে সিং, নন কম্বেটেন্ট (এনরোল্ড) রাজেশ কুমার ও পুতলি, এবং উইং কমান্ডার চাৰ্লস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news