সমগ্ৰ আসাম থেকে আসা প্রায় ৩০০ জন বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন
শিলচর : গত ৩০ মে তৃতীয় কেলারিপাইটু ও ৩১ মে পঞ্চম ভবিনাম মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয় গুয়াহাটি নেহেরু স্টেডিয়ামে। রাজ্যভিত্তিক এই কেলারিপাইটু ও ভবিনাম মার্শাল আর্ট চ্যাম্পিয়ানশিপে কাছাড় জিলা কেলারিপাইটু ও ভবিনাম মার্শাল আর্ট এসোসিয়েশনে প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন এবং কেলারিপাইটু খেলায় ৪টি সোনা,৬টি রূপো ও ৪ টি ব্রঞ্চের পদক সহ ভবিনাম মার্শাল আর্ট খেলায় ২টি সোনা,১টি রূপো ও ৪টি ব্রঞ্চের পদক জয় করতে সক্ষম হন বলে জানান কাছার জিলা কেলারিপাইটু ও ভবিনাম মার্শাল আর্ট এসোসিয়েশনের টিম কোচ রামজয় দাস ও টিম ম্যানাজার হেমন্ত দাস।
তারা আরো জানান, সমগ্ৰ আসাম থেকে আসা প্রায় ৩০০ জন বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এবং উপস্থিত কেলারিপাইটু ও ভবিনাম মার্শাল আর্টের প্রশিক্ষনার্থীদের মধ্যে তা শিক্ষার প্রবনতা দিন বে বেড়েই চলেছে ও সেই সঙ্গে অভিভাবকদেরও ছেলে-মেয়েদের আত্মরক্ষা ও সুস্থ শরীরের জন্য নিয়মিত উৎসাহ বাড়িয়ে চলছেন।