স্বর্গ কাশ্মীর এখন সেজেগুজে ডাকছে পর্যটকদের| বাংলায় এসে এ কথাই জানিয়ে গেলেন ওই রাজ্যের পর্যটন প্রশাসকেরা
সন্ত্রাসবাদ এখন অতীত| ভূস্বর্গ কাশ্মীর এখন সেজেগুজে ডাকছে পর্যটকদের| বাংলায় এসে এ কথাই জানিয়ে গেলেন ওই রাজ্যের পর্যটন প্রশাসকেরা| তাঁরা শনিবার জানান, এবার পুজোয় আশা করা হচ্ছে বাঙ্গালী পর্যটকরা অন্য যে কারও চেয়ে বেশি যাবেন কাশ্মীরে|
এসোসিয়েশন অফ কাশ্মীর ট্যুর অপারেটরসের প্রেসিডেন্ট নাজির আহমেদ মীর কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানান, “এ দেশের যত পর্যটক কাশ্মীরে যান, তার প্রায় অর্ধেক বাঙালি| গত বছর সংখ্যাটা ছিল প্রায় আড়াই লক্ষ| এবার আশা করি এটা তিন লক্ষ ছাড়িয়ে যাবে|”
বিদেশি পর্যটকদের মধ্যে কাশ্মীরে সবচেয়ে বেশি আসেন মালয়েশিয়ার নাগরিকরা| এর পরেই তাইল্যান্ড ও বাংলাদেশের পর্যটক| নাজির আহমেদ এ কথা জানিয়ে বলেন, “গত বছর কাশ্মীরে ৬ লক্ষের ওপর পর্যটক এসেছিলেন| এর প্রায় ২৫ শতাংশ বিদেশি| আমরা ঢাকায় গিয়ে কাশ্মীর সম্পর্কে প্রচার করে এসেছি| আশা করছি এবার বিদেশি পর্যটকদের মধ্যে কাশ্মীরে বাংলাদেশিরা এক নম্বর স্থান নিতে পারবেন|”
সাংবাদিক সম্মেলনে জম্মু ও কাশ্মীর পর্যটন দফতরের অফিসার আহসান উল হক জানান, এই বাংলার পর্যটক টানতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের পর্যটনমেলায় স্টল দিয়েছে কাশ্মীর| কাশ্মীরের প্রধান দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষনীয় স্থান লাদাখ|