অসমীয়াদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না: প্রধানমন্ত্রী

< 1 - মিনিট |

অচল-স্তব্ধ গুয়াহাটি, দিসপুর, তিনসুকিয়া, শিবসাগর প্রভৃতি জায়গা। জারি করা হয়েছে কারফিউ, বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট ও এসএমএস পরিষেবাও। নামানো হয়েছে সেনা।

কে আর সি টাইমস ডেস্ক

নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)-এর প্রতিবাদে অগ্নিগর্ভ উত্তর-পূর্বের রাজ্য অসম। অচল-স্তব্ধ গুয়াহাটি, দিসপুর, তিনসুকিয়া, শিবসাগর প্রভৃতি জায়গা। জারি করা হয়েছে কারফিউ, বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট ও এসএমএস পরিষেবাও। নামানো হয়েছে সেনা। এমতাবস্থায় অসমের জনগণকে অভয় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ায় অসমে আমার ভাই ও বোনদের চিন্তার কোনও কারণ নেই, আমি তাঁদের আশ্বাস দিচ্ছি। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন অসমীয়াদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। 

বৃহস্পতিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ায় চিন্তার কোনও কারণ নেই, অসমে আমার ভাই ও বোনদের আশ্বস্ত করছি। আমি আশ্বস্ত করতে চাই-আপনাদের অধিকার, অনন্য পরিচয় এবং সুন্দর সংস্কৃতি কেউ কেড়ে নিতে পারবে না। ক্রমবর্ধনা ও বাড়তেই থাকবে।’ অপর একটি টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘৬ নম্বর ধারা অনুযায়ী অসমীয়াদের রাজনৈতিক, ভাষা, সংস্কৃতি ও ভূমির অধিকার রক্ষায় সংবিধানে যে রক্ষাকবচ রয়েছে, তা রক্ষায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার এবং আমি।’ প্রসঙ্গত, শুধুমাত্র অসম নয়, নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তপ্ত উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরাও। অসম ও ত্রিপুরার জন্য ৫০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news