ধৃতদের কাছে পাসপোর্ট, বাংলাদেশি ভিসা ও সে-দেশের প্রমাণপত্র থাকলেও তাদের হাতে ভারতীয় কোনও বৈধ ভিসা নেই
করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন চোরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টর রুটিন তল্লাশিতে ফের আজ ধরা পড়েছেন নাইজেরিয়ার তিন নাগরিক। ধৃতদের নাম অনি জাহিব, অ্যাজানিয়া ওয়ারা এবং অ্যাসিমি।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার এই তিন নাইজেরিয়ান আগরতলা থেকে রায়ন নামের গুয়াহাটিগামী নাইট সুপারে চেপে যাচ্ছিলেন। কিন্তু রাত প্রায় সাড়ে সাতটা নাগাদ অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তে চোরাইবাড়ি চেকপোস্ট পুলিশের রুটিন তালাশির সময় তারা ধরা পড়েন। বাজারিছড়া থানার ওসি বিএন মালসেম থিক জানান, ধৃতরা গত ৩ নভেম্বর চোরাইবাড়ি চেকপোস্টে ধৃত এক যুবতী-সহ তিন নাইজে্রিয়ান যুবকের মতো নিজেদেরকে ফুটবলার বলে বাংলাদেশে খেলতে এসে পথ ভুলে ভারতে প্রবেশ করেছে বলে জেরায় বলেছিল। তাদের হাতে পাসপোর্ট, বাংলাদেশি ভিসা ও সে-দেশের প্রমাণপত্র থাকলেও তাদের হাতে ভারতীয় কোনও বৈধ ভিসা পাওয়া যায়নি। ফলে এরা যে কুমতলব নিয়ে বাংলাদেশি দালালদের হাত ধরে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে সে ব্যাপারে নিশ্চিত পুলিশ।
ওসি আরও জানান, ধৃতরা ইংরেজি ও হিন্দি ভাষায় কথা বলতে না পারায় তাদের সম্পর্কে বিস্তর জানতে সমস্যা হচ্ছে। তাদের বাড়ি নাইজেরিয়া শহরের পোস্ট অফিস রোডের ইডো স্টেটে বলে ধৃতরা নাকি জানিয়েছে। তাদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। কিন্তু তারা সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে ধৃত অন্যান্য নাইজেসরিয়ানদের সম্পর্কে কিছুই জানে না বলে পুলিশের প্রাথমিক জেরায় নাকি বলেছে। উল্লেখ্য, গত ৩ নভেম্বর একইভাবে চোরাইবাড়ি পুলিশের জালে ধরা পড়েছিল এক যুবতী-সহ তিন নাইজেবরিয়ান। এর আগের দিন আগরতলা পুলিশের হাতে ধরা পড়েছিল আরও চার নাইজেগরিয়ার বাসিন্দা যুবক। তাদের কোর্টে তুলে রিমান্ডে নেওয়ার পর দোভাষীর সাহায্যে জেরা করে জানা যায় যে তারা বিভিন্ন দালালেপর মাধ্যমে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ব্যবসার জন্য। আজ ধৃতদের শনিবার করিমগঞ্জের বিচারবিভাগীয় আদালতে সোপর্দ করা হবে। মোট তিন দফায় অসম-সহ ত্রিপুরায় দশজন নাইজেযরিয়ার নাগরিক ধরা পড়ায় সীমান্ত সুরক্ষা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্নের অবতারণা হয়েছে।