ডায়ারিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে মাহুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং হাফলং সরকারি হাসপাতালে।
ডিমা হাসাও জেলার মাহুর থানার অন্তর্গত হেব্রন গ্রামে মহামারির রূপ ধারণ করেছে ডায়রিয়া। এখন পর্যন্ত ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হওয়ার পাশাপাশি রবিবার বিকেলে ৪০ জনকে মাহুর ও হাফলং সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
হাফলঙে ডিমা হাসাও জেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্ম-অধিকর্তা ডা. দিপালী বর্মণ জানিয়েছেন, মাহুর থানার অন্তর্গত হেব্রন গ্রামে ডায়ারিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ইতিমধ্যে ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ৪০ জন ডায়ারিয়ায় আক্রান্ত রোগীকে আজ বিকেলে মাহুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয়েছিল। কিন্তু ছয়জন রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এঁদের হাফলং অসামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে ডায়ারিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে মাহুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং হাফলং সরকারি হাসপাতালে।
ডা. দিপালী বর্মণ জানিয়েছেন, ইতিমধ্যে হাফলং থেকে চিকিৎসকের দল ও স্বাস্থ্যকর্মীরা হেব্রন গ্রামের উদ্দেশে রওয়ানা হয়েছেন। কী করে হেব্রন গ্রামে ডায়ারিয়ার প্রকোপ সৃষ্টি হয়েছে এ-নিয়ে জানতে চাইলে যুগ্ম-অধিকর্তা ডা. বর্মণ বলেন, মূলত পানীয় জল থেকেই ডায়ারিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। হেব্রন গ্রামও এ থেকে বিচ্ছিন্ন নয়, কেননা ওই গ্রামে জলের সমস্যা দীর্ঘদিনের। ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির নাম জানা যায়নি।