অসমের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠায় ভারত সফর স্থগিত জাপান প্রধানমন্ত্রী শিনোজা আবের

< 1 - মিনিট |

রবীশ কুমার জানান, অসমের রাজধানী গুয়াহাটিতে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হওয়ার কথা। সেই মতো প্রস্তুতিও শুরু হয়েছে। তবে বর্তমানে অসমের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠায় জাপান প্রধানমন্ত্রী শিনোজা আবের ভারত সফর আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।

কে আর সি টাইমস ডেস্ক

আগামী ১৫ ডিসেম্বর ভারত ও জাপান বার্ষিক বৈঠক উপলক্ষে দিল্লিতে আসার কথা ছিল জাপানের প্রধানমন্ত্রী শিনোজা আবের। ১৫ থেকে ১৭ ডিসেম্বরের এই সফরে দু’দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার শপথ নেওয়ার কথা ছিল দুই রাষ্ট্রনায়কের। গত সপ্তাহে বিদেশ মন্ত্রকের মুখ্যমন্ত্রী রবীশ কুমার জানান, অসমের রাজধানী গুয়াহাটিতে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হওয়ার কথা। সেই মতো প্রস্তুতিও শুরু হয়েছে। তবে বর্তমানে অসমের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠায় জাপান প্রধানমন্ত্রী শিনোজা আবের ভারত সফর আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার টুইট করেন, ‘বর্তমান পরিস্থিতিতে দুদেশের তরফে এই বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামিদিনে আলোচনার ভিত্তিতে এই বৈঠকের দিন ঠিক করা হবে।’ সোমবার লোকসভায় বিলটি পাশ হওয়ার পরেই ধিকিধিকি করে আগুন জ্বলছিল। বুধবার তা রাজ্যসভায় পাশ হতেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে অসমে। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় সরব হয়ে ওঠেন অসমের ভূমিপুত্ররা। রাজধানী গুয়াহাটি-সহ রাজ্যের সব জায়গাতেই বিক্ষোভ প্রদর্শন শুরু হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে পুলিশের গুলিতে এখনও পর্যন্ত পাঁচজন বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অবস্থা সামাল দিতে অসম-সহ উত্তর-পূর্বের বেশিরভাগ জায়গায় ইন্টারনেট পরিষেবা স্থগিত রেখেছে কেন্দ্র। প্রতিবেশী দেশের এই অবস্থা প্রভাব ফেলেছে বাংলাদেশেও। উত্তর-পূর্বের রাজ্যগুলির পরিস্থিতি দেখে ভারত সফর বাতিল করেছেন সেদেশের বিদেশ ও স্বরাষ্ট্রমন্ত্রী। এবার সেই পথে হাঁটলেন জাপানের প্রধানমন্ত্রী শিনোজা আবেও। স্থগিত রাখা হল ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলা তাঁর তিনদিনের ভারত সফর বাতিল। আগেই এই সফর অনিশ্চিত বলে উল্লেখ করা হয়েছিল জাপানের জিজি প্রেসের তরফে। শুক্রবার টুইট করে একথা জানানো হল ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফেও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news