অসমের সামগ্রিক পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে: ডিজিপি

< 1 - মিনিট |

ধীরে ধীরে ছন্দে ফিরছে অসমের ডিব্রুগড়ও।

কে আর সি টাইমস ডেস্ক

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধিতায় বিক্ষোভ-প্রতিবাদ কিছুটা কমলেও, অসম এখনও ‘অশান্তই’। সজাগ রয়েছে অসম প্রশাসন, স্পর্শকাতর জায়গায় মোতায়েন রয়েছে সুরক্ষা বাহিনী। বেসরকারি সূত্রের খবর, বিক্ষোভ আন্দোলনের জেরে অসমে মৃত্যু হয়েছে ৭ জনের। তবে, অসমের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) ভাস্কর জ্যোতি মাহান্ত জানিয়েছেন, বিক্ষোভ-প্রতিবাদ চলাকালীন মৃত্যু হয়েছে ৪ জনের। মঙ্গলবার অসমের ডিজিপি জানিয়েছেন, ‘দুর্ভাগ্যবশত বিক্ষোভ-প্রতিবাদের সময় অসমে ৪ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে গুলি চালাতে বাধ্য হয়েছিল পুলিশ। এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।’ 

গত কয়েকদিন ধরে চলা প্রতিবাদ-বিক্ষোভ প্রসঙ্গে অসমের ডিজিপি আরও জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ১৩৬টি মামলা দায়ের করা হয়েছে এবং ১৯০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। গণতান্ত্রিকভাবে যাঁরা প্রতিবাদ করেছিলেন, তাঁরা ছাড়াও হিংসায় ষড়যন্ত্রকারীদেরও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে বিভিন্ন সংগঠনের বড় বড় নেতাও রয়েছে।’ ধীরে ধীরে ছন্দে ফিরছে অসমের ডিব্রুগড়ও। মঙ্গলবারই ডিব্রুগড়ে সকাল ছ’টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। ডিব্রুগড় জেলা প্রশাসন সূত্রের খবর, পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। তাই মঙ্গলবার সকাল ছ’টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news