পাঁচগ্রাম-বদরপুর সীমান্ত এলাকায় বরাক নদীর তীরবর্তী ঐতিহাসিক শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিবমন্দিরকে পর্যটনস্থলের ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার।
হাইলাকান্দি জেলার অন্তর্গত পাঁচগ্রাম-বদরপুর সীমান্ত এলাকায় বরাক নদীর তীরবর্তী ঐতিহাসিক শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিবমন্দিরকে পর্যটনস্থলের ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। এবার একে বাস্তবে রূপ দিতে এর তত্ত্বাবধানের জন্য সরকারি বিধি অনুযায়ী একটি লোকাল ম্যানেজমেন্ট কমিটি গড়া হয়েছে।
এ ব্যাপারে সম্প্রতি মন্দিরে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আলগাপুরের সার্কল অফিসার সন্তোষকুমার নাথ, পাঁচগ্রাম থানার ওসি, মন্দির পরিচালন কমিটি-সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সভাপতি এবং নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সভায় সর্বসম্মতিক্রমে একটি লোকাল ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রশাসন তথা সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করে সিদ্ধেশ্বর শিবমন্দিরকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে তৃণমূল স্তরে কাজ করে যাবে।
সভায় সার্কল অফিসার সন্তোষ নাথ জানান, ২০১৭ সালের রাজ্যের পর্যটনকেন্দ্রগুলির নব-সংস্করণ করা হয়েছিল। তখনই এখানকার সিদ্ধেশ্বর শিবমন্দিরকে পর্যটনকেন্দ্রের জন্য প্রস্তাব ওঠে। পর্যটন কেন্দ্র অর্থনৈতিকভাবে লাভদায়ক হবে জাতি ও দেশের জন্য। উদাহরণ হিসেবে সিঙ্গাপুরের কথা তুলে ধরেন তিনি। সার্কল অফিসার জানান, সিঙ্গাপুর কেবলমাত্র পর্যটন কেন্দ্রের ওপর নির্ভরশীল। সমগ্র বিশ্বের মানুষ সিঙ্গাপুরে ভ্রমণে যান। আর এ থেকেই রাজ্যের আয় হয় এবং এই আয় থেকে উন্নয়নের কাজ হয়। সে হিসেবে অসমের অন্যতম তীর্থক্ষেত্র সিদ্ধেশ্বর শিবমন্দিরকে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় ব্যবস্থাপনায় এই প্রকল্পের কাজ করা হবে। তিনি জানান, আলগাপুর রাজস্ব সার্কলের মধ্যে চারটি স্থানের মধ্যে সবার আগে সিদ্ধেশ্বর শিবমন্দিরকে রাখা হয়েছে। শিবমন্দিরের একটি ইতিবৃত্তি লেখার পরামর্শ দেন সার্কল অফিসার নাথ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেন, গ্রাম পঞ্চায়েত সভাপতি সুরজ সেন, মন্দির পরিচালন কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্য, দুই সদস্য দেবজ্যোতি চৌধুরী ও শমীন্দ্র পাল, বিজেপি-র কাটাখাল মণ্ডল সভাপতি বিধান চন্দ, সেলফহেল্প গ্রুপের সদস্যা শুক্লা দাস প্রমুখ। পরে সরকারি গাইডলাইন অনুযায়ী পঞ্চয়েত সভাপতিকে কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। এছাড়া আরও আটজনকে সদস্য মনোনীত করে মোট নয়জনের একটি লোকাল ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়। পরিচালন কমিটির সদস্য ও সদস্যা ছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত ওয়ার্ড সদস্যরাও উপস্থিত ছিলেন।